সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভোলাগঞ্জ সাদাপাথর ফেরতে ৩ দিনের আল্টিমেটাম প্রশাসনের

স্টাফ রিপোর্টার ::

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর থেকে লুট হওয়া পাথর আগামী ২৫ আগস্ট সোমবার বিকেল ৫টার মধ্যে নিজ উদ্যোগে ও নিজ খরচে ফেরত দিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ সময়সীমার পর কারও কাছে সাদাপাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক সারোয়ার আলম।

তিনি জানান, এখনো কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় অনেকে লুটকৃত সাদাপাথর লুকিয়ে রেখেছেন। শনিবার (২৩ আগস্ট) স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে সভা শেষে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হলো—যাদের কাছে পাথর রয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে ভোলাগঞ্জ এলাকায় তা ফেরত দেবেন। আর এই কাজে জনপ্রতিনিধিদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত সময় পর কোনো এলাকায় পাথর পাওয়া গেলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ডিসি সারোয়ার আলম আরও বলেন, “এ প্রক্রিয়ার মধ্যেই পাথর লুটের মূলহোতাদের আইনের আওতায় আনার কাজও চলবে।”

এর আগে শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় জানানো হয়—৩ দিনের আল্টিমেটামের মধ্যে পাথর ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মসন সিংহ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন—কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল নোমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ যেহেতু পাথর অধ্যুষিত এলাকা, তাই পর্যটন ও সংরক্ষিত অঞ্চল নির্ধারণ করে সনাতন পদ্ধতিতে লিজ প্রদান করতে হবে। তা না হলে অবৈধভাবে পাথর উত্তোলন রোধ কঠিন হবে।

ব্যবসায়ীরা দাবি করেন, বৈধভাবে যারা পাথর আমদানি বা ক্রাশিং করছেন তাদের হয়রানি বন্ধ করতে হবে এবং বন্ধ থাকা ক্রাশিং মিলের বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিতে হবে।

সভায় প্রধান অতিথি পদ্মসন সিংহ বলেন, “সাদাপাথরের সৌন্দর্য ফিরিয়ে আনতে সবার সহযোগিতা দরকার। আগামী তিন দিনের মধ্যে প্রত্যেক ওয়ার্ডের মানুষকে পাথর ফেরত দিতে হবে। না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: