সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইরানে টানা বিক্ষোভে নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ::

ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রাথমিকভাবে প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা আরও বেড়ে প্রায় ২০ হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম CBS News বুধবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, বহির্বিশ্বে যে হতাহতের সংখ্যা প্রকাশ পাচ্ছে, বাস্তবে তা আরও অনেক বেশি হতে পারে। দেশটিতে ধীরে ধীরে টেলিফোন যোগাযোগ সচল হওয়ায় এখন কিছু তথ্য বাইরে আসতে শুরু করেছে।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক কয়েকদিনে সংঘটিত বিক্ষোভে অন্তত ১২ হাজার মানুষ নিহত হয়েছেন বলে দুটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। একই সঙ্গে তারা আশঙ্কা করছে, প্রকৃত সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দেশটির পার্লামেন্টে দেওয়া বক্তব্যে বলেন, তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী ইরানে প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে তিনি স্বীকার করেন, এই সংখ্যা প্রকৃত চিত্রের তুলনায় কম হতে পারে।

মঙ্গলবার টেলিফোন যোগাযোগ আংশিকভাবে স্বাভাবিক হলেও ইরানের বাইরে থেকে সরাসরি ফোন করা সম্ভব হয়নি। তবে সিবিএস নিউজের একটি সূত্র দেশটির ভেতর থেকে তথ্য পাঠাতে সক্ষম হয়েছে।

ওই সূত্র আরও জানায়, নিরাপত্তা বাহিনী বিভিন্ন হাসপাতালে গিয়ে তল্লাশি চালাচ্ছে। আহত ব্যক্তিদের পরিচয় ও অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

লন্ডন থেকে পরিচালিত সংবাদমাধ্যম Iran International জানিয়েছে, তারাও অন্তত ১২ হাজার বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য পেয়েছে। অন্যদিকে সিবিএস নিউজ জানায়, ওয়াশিংটনের একটি সূত্র তাদের ইরানের অভ্যন্তরীণ সূত্রের মাধ্যমে জানতে পেরেছে, সাম্প্রতিক বিক্ষোভে ১০ থেকে ১২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

ক্রমেই পরিষ্কার হচ্ছে, ইরানের চলমান অস্থিরতায় হতাহতের প্রকৃত চিত্র আন্তর্জাতিক মহলের ধারণার চেয়েও অনেক বেশি ভয়াবহ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: