সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেট টেস্ট : ইনিংস ও ৪৭ রানে জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

সিলেট টেস্ট শেষ পর্যন্ত সেই প্রত্যাশিত ফলই দিল। ইনিংস ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে আয়ারল্যান্ডকে ২৫৪ রানে অল আউট করে ইনিংস ও ৪৭ রানের জয় নিশ্চিত করে টাইগাররা।

খেলা শুরু হয়েছিল শুক্রবার সকালে, আয়ারল্যান্ড ছিল ৫ উইকেটে ৮৬ রানে। সেখান থেকে কিছুটা লড়াই করলেও ম্যাচের চিত্র বদলানোর মতো কিছু করতে পারেনি তারা। প্রথম সেশনে দুই উইকেট হারানো আইরিশরা লাঞ্চের পর তো একেবারে ধসে পড়ে।

যিনি কিছুক্ষণ আশা জাগিয়েছিলেন—অ্যান্ডি ম্যাকব্রাইন—লাঞ্চের পরই ফিরে যান। রানার বলে হাসান মুরাদকে ক্যাচ দিয়ে থামেন ৫২ রানে। এরপর নিল ও ম্যাকার্থির ৫৪ রানের জুটি কিছু প্রতিরোধ গড়লেও তা বেশিক্ষণ টেকেনি। নিল ৩৬ রান করে বিদায় নেওয়ার পরই ম্যাকার্থিও ফিরে যান। শেষ পর্যন্ত ২৫ রানের ছোট লড়াই ছাড়া আর কিছুই করতে পারেননি তিনি।

বাংলাদেশের বোলারদের মধ্যে তরুণ মুরাদই সবচেয়ে উজ্জ্বল। ৬০ রানে ৪ উইকেট তুলে নিয়ে তিনি দ্বিতীয় ইনিংসে দলের সেরাদের একজন। পাশে পেয়েছেন তাইজুল ইসলামকে, যিনি ৩ উইকেট নিয়েছেন। রানা নেন ২টি।

এর আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে বাংলাদেশ ব্যাট করেছিল দুর্দান্ত ছন্দে। ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। ৩০১ রানের বিশাল লিডই পরবর্তীতে ম্যাচ জয়ের ভিত্তি তৈরি করে দেয়।

শেষ মুহূর্তটা এসেছে তাইজুলের হাতে। ম্যাকার্থিকে কট বিহাইন্ড করে তিনি ইনিংসের শেষ উইকেটটি তুলে নেন। মাঠে আম্পায়ার আউট না দিলেও শান্ত রিভিউ নেন, আর আল্ট্রা এজে ধরা পড়ে ব্যাটের কানায় লেগেছে বল। সেখানেই আয়ারল্যান্ডের লড়াই শেষ।

এই জয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের মোট ২৪তম জয় ধরা দিল, আর ইনিংস ব্যবধানে এটি চতুর্থ জয়।

টাইগারদের জন্য আরেকটি স্মরণীয় টেস্ট, আর সিলেট পেল আরেকটি সুন্দর ক্রিকেট সকাল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: