![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

সিলেটে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মিনহাজুর রহমান মিনহাজের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হয় বিএনপি পরিবার ও বৃহত্তর মিরাবাজার এলাকাবাসীর এক মিলনমেলায়। বুধবার রাতে নগরীর আগপাড়া কো-অপারেটিভ মাঠে এ সংবর্ধনার আয়োজন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব বলেন, ৯০ দশকে স্বৈরাচারবিরোধী ও হাসিনা সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে আন্দোলনে মিনহাজ ছিলেন অগ্রসৈনিক। তিনি দীর্ঘদিন কারাবরণ করেছেন, অসংখ্য মামলা ও হুলিয়ার মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তবুও প্রবাসে থেকেও তিনি দলের প্রতি দায়িত্ববোধ হারাননি, নেতাকর্মীদের পাশে ছিলেন, আন্দোলনকে সক্রিয় রাখার চেষ্টা করেছেন।
তিনি আরও বলেন, দেশ এখন নির্বাচনমুখী সময় পার করছে। এর মধ্যেই একটি স্বার্থান্বেষী মহল নির্বাচন বানচাল বা বিলম্বিত করার অপচেষ্টা করছে। জনগণ এসব অপচেষ্টার দাঁতভাঙ্গা জবাব দেবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি মানবিক ও সাম্যের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করাই বিএনপির লক্ষ্য।
বিকেল ৪টায় বিমানবন্দর থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা ফুলেল শুভেচ্ছায় মিনহাজকে বরণ করে নেন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাকে নগরীতে আনা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপি, মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান পাপলু, ভিপি মাহবুব, তারেক আহমদ খান, আব্দুল কাদির সমছু, রাহাত চৌধুরী মুন্না, আব্দুস সামাদ তোহেল, খিজির হোসেন এনু, ইফতেখার রসুল শিহাব, লোকমানুজ্জামান লোকমানসহ আরও অনেকে।
সংবর্ধিত অতিথি মিনহাজুর রহমান মিনহাজ বলেন, “দীর্ঘদিন জেল খেটে ২০০৬ সালে প্রবাসে যাই। তবুও জাতীয়তাবাদী আদর্শ আমার রক্তে মিশে আছে। বিদেশেও আন্দোলনের সামনের সারিতে ছিলাম। আপনাদের সঙ্গে থেকে ভবিষ্যতে দেশ গঠন ও আন্দোলনে ভূমিকা রাখাই আমার লক্ষ্য।” -বিজ্ঞপ্তি