![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

স্টাফ রিপোর্টার:
সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে)-এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসএমইউজের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ আহমদ।
সমাবেশে বক্তব্য রাখেন এসএমইউজের সহ-সাধারণ সম্পাদক এম এ মতিন, অর্থ সম্পাদক কবির আহমদ, আইনজীবী মো. তাজ উদ্দিন, সদস্য আনাস হাবিব কলিন্স, শেখ আব্দুল মজিদ, জুনেদ আহমদ চৌধুরী, এ কে কাওসার আহমদ, এইচ এম শহীদুল ইসলাম, ইফতেখার আহমদ চৌধুরী নাবিল, ফটোসাংবাদিক নেতা নাজমুল কবির পাভেল ও বিশিষ্ট ব্যাংকার রাজু আহমদ। এছাড়া মোহাম্মদ সিরাজুল ইসলাম, নূর আহমদ, ফয়ছর আলম, হুমায়ুন কবির লিটনসহ আরও অনেকে সমাবেশে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাগর-রুনি হত্যা মামলায় ১৩ বছর ধরে তদন্তের নামে প্রহসন চলছে, বারবার সময় নেওয়া হচ্ছে, কিন্তু বিচার এখনো হয়নি। একটি রাষ্ট্রে সাংবাদিকরা যদি ন্যায়বিচার না পান, তাহলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে কীভাবে— সেই প্রশ্ন তোলেন তারা।
বক্তারা আরও বলেন, সিলেটের সাংবাদিক এটিএম তুরাবসহ বিভিন্ন সময় নিহত সাংবাদিকদের হত্যা মামলার দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। দেশে ওয়েজ বোর্ড ঘোষণা হলেও অধিকাংশ গণমাধ্যম তা বাস্তবায়ন করছে না। মাঠে ঝুঁকি নিয়ে কাজ করেও সাংবাদিকরা মাস শেষে ন্যায্য বেতন-ভাতা পান না— যা অত্যন্ত দুঃখজনক।
নেতারা বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়ন হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জীবনমান উন্নত হবে। ডিজিটাল যুগে সাংবাদিকতা পেশা দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, কিন্তু নিরাপত্তা ও সুযোগ-সুবিধা সেই অনুপাতে বাড়ছে না। এসব বিষয়ে সরকারের তাৎক্ষণিক মনোযোগ দাবি করেন তারা।