সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বুধবার, ১২ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ভারতের অন্ধ্রপ্রদেশ-ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডব

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবল ঘূর্ণিঝড় মন্থা আঘাত হেনেছে। এতে অন্ধ্রপ্রদেশ-ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে তাণ্ডব হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় রাজ্যের কাকিনাডা উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে বলে জানিয়েছে ইন্ডিয়া মিটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)।

ভারত আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এসপিএসআর নেল্লোর জেলার উলভাডু অঞ্চলে মঙ্গলবার ১৬৭ কিলোমিটার বৃষ্টি হয়েছে। কাভালি ও দাগাদারথি অঞ্চলে যথাক্রমে ১৬২.৭৫ মিলিমিটার ও ১৪৭.৫ মিলিমিচার বৃষ্টি হয়েছে। প্রকাশম জেলাতেও ভারী বৃষ্টি হয়েছে। যেখানে ঘূর্ণিঝড় মোন্থা আছড়ে পড়ল, সেই কাকিনাড়ায় কিন্তু বেশি বৃষ্টি হয়নি। তবে বৃষ্টি বেশি না হলেও, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

এর আগে, আইএমডির পূর্বাভাসে বলা হয়েছিল, অন্ধ্রপ্রদেশের মাছিলিপাত্নাম এবং কলিঙ্গপত্নম এর মাঝ দিয়ে স্থলভাগে মন্থার আঘাত চলতে পারে তিন থেকে চার ঘণ্টাব্যাপী। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত। এটি দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর প্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশ সরকার উপদ্রুত এলাকাগুলোতে যান চলাচলের ওপর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন বুধবার সকাল ৬টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানা যায়।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, রাজ্য সরকার ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষের সহায়তায় অন্ধ্রপ্রদেশ জুড়ে ৮০০- এরও বেশি ত্রাণকেন্দ্র চালু করেছে। ঘূর্ণিঝড় মন্থার স্থলভাগে আছড়ে পড়ার পূর্বপ্রস্তুতি হিসেবে রাজ্যের গর্ভবতী নারীদেরও নিরাপত্তার জন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগে ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য কাকিনাডা জেলায় ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স মোতায়েন করেছে রাজ্য সরকার। ওই এলাকায় ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য এক হাজার ইলেট্রিশিয়ানকে প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি কাকিনাডাতে বিশেষ পরিস্থিতিতে সাহায্যের জন্য উদ্ধারকারী নৌকাসহ ১৪০ জন সাঁতারুকেও মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: