সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ট্রাম্পের আহ্বান: “ক্ষেপণাস্ত্র নয়, যুদ্ধ শেষ করুন পুতিন”

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তার উচিত পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে বরং ইউক্রেইনে যুদ্ধের অবসান ঘটানো। সোমবার হোয়াইট হাউজের প্রকাশিত এক অডিও ফাইলে ট্রাম্প এ মন্তব্য করেন বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।

রোববার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দেন, রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত “বুরেভেস্তনিক” ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এই ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম বলে দাবি করেন তিনি। রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জানান, গত ২১ অক্টোবর পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৪ হাজার কিলোমিটার ভ্রমণ করেছে এবং ১৫ ঘণ্টা ধরে আকাশে অবস্থান করেছে।

জাপান সফরে থাকা ট্রাম্পকে সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকরা রাশিয়ার এই পরীক্ষার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এত দূরে ক্ষেপণাস্ত্র পাঠানোর দরকার নেই। “রাশিয়া উপকূলে আমাদের বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক সাবমেরিন রয়েছে,” বলেন ট্রাম্প।

তিনি আরও যোগ করেন, “তাদের তীরে পৌঁছাতে এই সাবমেরিনকে ৮ হাজার মাইল যেতে হবে না। আমরা সবসময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করি, কিন্তু এখন তাদের উচিত যুদ্ধ থামানো। যে যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল, তা এখন চতুর্থ বছরে। তাই ক্ষেপণাস্ত্র নয়, যুদ্ধ শেষ করুন।”

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানায়, রাশিয়া নিজেদের জাতীয় স্বার্থে কাজ করে যাবে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে কোনো টানাপোড়েন সৃষ্টি হওয়ার কারণ তারা দেখছে না।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য আগামী মার্কিন নির্বাচনের প্রেক্ষাপটে তার পররাষ্ট্রনীতির অবস্থানকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে, বিশেষ করে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: