![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

ডেইলি সিলেট ডেস্ক ::
বাংলাদেশের আলোচিত দুই অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ বর্তমানে রয়েছেন কলকাতায়। ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত চঞ্চল, অন্যদিকে ফারিণ অংশ নিচ্ছেন নতুন একটি প্রজেক্টের প্রস্তুতিতে।
সম্প্রতি অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে তারা একসঙ্গে উপস্থিত হয়েছিলেন ‘স্বার্থপর’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে। সেখানেই জানা যায়, নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর একটি নতুন সিনেমায় দেখা যেতে পারে এই দুই বাংলাদেশি তারকাকে।
ভারতের সংবাদমাধ্যমের প্রশ্নে একসঙ্গে দেখা যাওয়ার কারণ জানতে চাইলে চঞ্চল চৌধুরী বলেন, “আসলে পুরোটাই কাকতালীয়। আমি জানতাম না ফারিণ এখানে আছে, সেও জানত না আমি এসেছি। আমি টোনিদার (পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে মিটিংয়ের জন্য এসেছিলাম, তাসনিয়াও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল, বেশ মজার এক কাকতালীয় ঘটনা।”
একই প্রশ্নে ফারিণ বলেন, “এখনও কিছু চূড়ান্ত হয়নি, তবে আলোচনা চলছে। যদি সব ঠিক থাকে, একসঙ্গে কাজের সম্ভাবনা রয়েছে।”
চঞ্চল আরও জানান, “টোনিদার সঙ্গে আজ আমরা ব্রাঞ্চ করেছি। নানা বিষয়ে গল্প হয়েছে। তিনিই আমাদের এখানে আসতে বলেছেন, কোয়েলও আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন ‘স্বার্থপর’ ছবিটা দেখার অপেক্ষায় আছি।”
যদিও তারা মুখে কিছু বলেননি, টলিউড মহলে গুঞ্জন— একই সময়ে, একই শহরে, একই পরিচালকের সঙ্গে দেখা হওয়া নিছক কাকতাল নয়। অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন ছবিতেই হয়তো দেখা যাবে চঞ্চল ও ফারিণকে একসঙ্গে।
উল্লেখ্য, টলিউডে ফারিণের অভিষেক হয়েছিল ‘আরও এক পৃথিবী’ সিনেমায়, যা তাকে এনে দেয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা। এরপর তিনি বিপ্লব গোস্বামী পরিচালিত ‘পাত্রী চাই’ এবং অভিজিৎ সেনের ‘প্রজাপ্রতি ২’-এর প্রজেক্টে যুক্ত হন।
অন্যদিকে, চঞ্চল চৌধুরী টলিউডে যাত্রা শুরু করেন সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমা দিয়ে, যেখানে তিনি কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেন। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ সিনেমার শুটিং নিয়ে।