![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

ডেইলি সিলেট ডেস্ক ::
ন্যাশভিলের বিপক্ষে হ্যাটট্রিক করে মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুম শেষ করেছিলেন লিওনেল মেসি। নকআউট পর্বের প্রথম ম্যাচেও একই প্রতিপক্ষে বিপক্ষে মাঠে নেমেছিলেন এই আর্জেন্টাইন তারকা। এই ম্যাচে জোড়া গোল করে মায়ামিকে দুর্দান্ত জয় এনেদিয়েছেন তিনি।
শনিবার (২৫ অক্টোবর) ন্যাশভিলে এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এদিন উড়ন্ত হেডে দুর্দান্ত এক গোল করে তাক লাগিয়ে দেন মেসি।
ম্যাচের ১৯ মিনিটে দলকে লিড এনে দেন মেসি। লুইস সুয়ারেজের ক্রস বক্সের মাঝামাঝিতে দাঁড়ানো এই তারকা ডানদিকে শরীরটা হালকা শূন্যে ভাসিয়ে হেড দিয়েছেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই ম্যাচ বিরতিতে গড়ায়।
৬২ মিনিটে তাদেও আলেন্দের গোলে ২-০ গোলের লিড পায় মায়ামি। নির্ধারিত সময় শেষ হলে অতিরিক্ত ১২ মিনিট যোগ করা হয়। সেই অতিরিক্ত সময়ে ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। মায়ামি ফুটবলারের বাড়ানো বল হাতে আটকে রাখতে পারেননি ন্যাশভিলে গোলরক্ষক, ফসকে যাওয়া বলটি আলতোভাবে ফাঁকা জালে জড়ান তিনি।
সব মিলিয়ে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা ৩৯। এর আগে ৩৮ গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলা।
এদিকে মেসির হাতে গোল্ডেন বুট তুলে দিতে পেরে গর্বিত মেজর লিগ সকারের কমিশনার ডন গারবার। তিনি বলেন, আমরা কোনোদিন ভাবতেও পারিনি, লিও এই ক্লাব, এই শহর এবং এই লিগের জন্য এতটা দিতে পারবে। তিনি মেজর লিগ সকারের গতিপথই বদলে দিয়েছেন। অথচ আমরা তখনও বেশ ভালো অবস্থানে ছিলাম।
নতুন চুক্তি নিয়ে তিনি বলেন, আগামী তিন বছর তাকে পেয়ে আমরা আসলে এক অসাধারণ উপহার পাচ্ছি। আশা করি, এটি সেই উপহার হবে যা বারবার আনন্দ এনে দেবে।
তিন ম্যাচের প্লে–অফে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে ন্যাশভিলের মাঠ গিওডিস পার্কে। দ্বিতীয় ম্যাচটি জিতলেই এমএলএস কাপে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে উঠবে মায়ামি। তবে প্লে–অফে দ্বিতীয় ম্যাচটি ন্যাশভিলে জিতলে আগামী ৮ নভেম্বর চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় প্লে–অফ ম্যাচ।