সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বুধবার, ১২ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

তিন দিনেই আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো জিম্বাবুয়ে

ডেইলি সিলেট ডেস্ক ::

হারারে টেস্টে মাত্র তিন দিনেই আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। ২০১৩ সালের পর ঘরের মাঠে এটি তাদের প্রথম টেস্ট জয়। এই জয়ের মাধ্যমে নিজেদের ইতিহাসে তৃতীয়বার ইনিংস ব্যবধানে জয় পেল স্বাগতিকরা।

বড় লিড এনে দিয়ে ব্যাটসম্যানরা সাজিয়ে দেন জয়ের মঞ্চ, পরে বল হাতে আগুন ঝরান রিচার্ড নাগাভারা ও ব্লেসিং মুজারাবানিরা। বুধবার হারারের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ইনিংস ও ৭৩ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে।
এ জয় ঘরের মাঠে জিম্বাবুয়ের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, ২০১৩ সালের পর এটাই তাদের প্রথম টেস্ট জয়। নিজেদের টেস্ট ইতিহাসে এটি মাত্র তৃতীয় ইনিংস ব্যবধানের জয়—প্রথমটি ১৯৯৫ সালে পাকিস্তানের বিপক্ষে এবং দ্বিতীয়টি ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে এসেছিল।

এর আগে ব্রাড ইভান্সের ফাইফারে প্রথম ইনিংসে ১২৭ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাবে বেন কারানের দুর্দান্ত সেঞ্চুরিতে জিম্বাবুয়ে তোলে ৩৫৯ রান।

দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়। নাগাভারা ৩৭ রানে ৫ উইকেট নেন—যা তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার। মুজারাবানি প্রথম ইনিংসের মতো এবারও ৩ উইকেট নেন।

অন্যদিকে, আফগানিস্তানের পেসার জিয়াউর রহমান অভিষেকে একমাত্র ইনিংসে ৯৭ রানে ৭ উইকেট নিলেও হার এড়াতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: