সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
রবিবার, ৯ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শিক্ষা সচিব: কিছুদিনের মধ্যেই কার্যকর হবে জাতীয় বেতন স্কেল

ডেইলি সিলেট ডেস্ক ::

কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল কার্যকর হবে, এবং তখন শিক্ষকদের বাড়িভাড়াসহ বেতনের অন্যান্য বিষয়গুলোও সুরাহা হয়ে যাবে জানিয়েছেন, শিক্ষা সচিব রেহানা পারভীন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। এই প্রসঙ্গে শিক্ষা সচিব বলেন, ‘শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আমরা প্রতি মুহূর্তে এটা নিয়ে কাজ করছি।’

শিক্ষা সচিব আরও জানান, অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে থাকা সত্ত্বেও তারা ‘রাতদিন কাজ করে যাচ্ছেন’ এবং ‘যতটা করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’ তিনি আন্দোলনরত শিক্ষকদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা আলোচনায় ডেকেছি। আলোচনায় বসলে একটি সমাধান আসবে।’ তিনি শিক্ষকদের বাড়ি ভাড়া ‘লামছাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে উত্তোরণকে’ একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন।

রেহানা পারভীন আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে ইনশাআল্লাহ। তখন এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে।’ তিনি এই প্রচেষ্টায় সবার সহযোগিতা কামনা করে বলেন, ‘আমরা দাবি করছি আমরা চেষ্টা করছি। এটার প্রভাব দেখতে একটু সময় লাগবে।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: