সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ৫ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস রিপোর্টার  ::

২০২২ সালের সেপ্টেম্বরের পর ভারতকে আর হারাতে পারেনি পাকিস্তান। সেই খরা এবারও কাটাতে পারল না সালমান আলি আগার দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের সপ্তদশ আসরের ফাইনালে শেষ ওভারের রোমাঞ্চে ৫ উইকেটে জয় তুলে নেয় ভারত। এর মধ্য দিয়ে নবমবারের মতো মহাদেশসেরার মুকুট নিজেদের করে নিল সূর্যকুমার যাদবের দল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান (৫৭) ও ফখর জামান (৪৬) যোগ করেন ৮৪ রান। তবে ইনিংসের শেষ দিকে ভয়াবহ ব্যাটিং ধস নামে। শেষ ৩৩ রানে ৯ উইকেট হারিয়ে পাকিস্তান অলআউট হয় ১৪৬ রানে। ভারতের হয়ে কুলদীপ যাদব ৪ উইকেট নেন, বুমরাহ, অক্ষর ও বরুণ নেন ২টি করে।

লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ছিল বিপর্যস্ত। দ্রুতই ফিরে যান অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও শুভমান গিল। তবে তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন জুটি গড়ে দলকে এগিয়ে নেন। শেষ দিকে শিভাম দুবের সঙ্গে তিলকের গুরুত্বপূর্ণ জুটি ভারতের জয় সহজ করে দেয়। ৫৩ বলে অপরাজিত ৬৯ রান করে ম্যাচসেরা হন তিলক। দুবে করেন ২২ বলে ৩৩ রান।

ফাহিম আশরাফ পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিলেও শেষ পর্যন্ত জয় ধরা দেয় ভারতীয়দের হাতে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ১৪৬/১০ (১৯.১ ওভার) – ফারহান ৫৭, ফখর ৪৬; কুলদীপ ৪/৩০
ভারত: ১৫০/৫ (১৯.৪ ওভার) – তিলক ৬৯*, দুবে ৩৩; ফাহিম ৩/২৯

ফল: ভারত ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তিলক ভার্মা
টুর্নামেন্টসেরা: অভিষেক শর্মা

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: