সর্বশেষ আপডেট : ৬ মিনিট ২৮ সেকেন্ড আগে
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বিসিবি নির্বাচন : অক্টোবরেই নির্বাচনের ঘোষণা

স্পোর্টস ডেস্ক ::

মিরপুরে না, এবার ক্রিকেটের বড় খবরে মঞ্চ হয়ে উঠল পাহাড়ঘেরা শহর সিলেট। ঢাকার গণ্ডি ছাড়িয়ে প্রথমবারের মতো সিলেটে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা, আর সেখান থেকেই এল বহু প্রতীক্ষিত সেই ঘোষণা অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির নির্বাচন!

ক্রিকেটপাড়া এক সময় যেন গুঞ্জনেই জমজমাট ছিল ‘কবে হবে নির্বাচন? হবে তো?’ অবশেষে সেই গুঞ্জনের ইতি টেনে দিল বিসিবির এক পরিচালক। বিসিবির একটু সূত্র জানা যায়, নির্বাচন পেছানোর আর কোনো সম্ভাবনা নেই, নির্ধারিত সময়েই হচ্ছে ভোটযুদ্ধ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে বসে বিসিবির বোর্ড সভা। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ, ঢাকায় ঢাকা লিগ নিয়ে জটিলতা, আর সবকিছুর শীর্ষে বিপিএলে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির তদন্ত রিপোর্ট। এক ঝাঁক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ছিল আজকের এজেন্ডা। তবে সবচেয়ে বড় খবরটা এল নির্বাচন ঘিরেই।

বিসিবি সূত্রে জানা গেছে, সব দোলাচল, গুঞ্জন আর সম্ভাবনার ফাঁক গলে অবশেষে নির্ধারিত সময়েই হবে নির্বাচন। বিসিবির সংবিধানের ১৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মেয়াদ প্রথম সভা থেকে চার বছর। ২০২১ সালের ৬ অক্টোবর হয়েছিল সর্বশেষ নির্বাচন, আর ৭ অক্টোবর বসেছিল নতুন কমিটির প্রথম সভা। সেই হিসেবেই ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে পরবর্তী নির্বাচন।

অর্থাৎ, সময়ের হিসেবে আর দেরি নেই! মাত্র এক মাস পরই ঢাকায় বাজবে নির্বাচনী দামামা। নির্বাচনের আগে অবশ্য আনুষ্ঠানিক প্রক্রিয়াও রয়েছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা, বোর্ড সভাপতির নির্দেশনায় ৩০ দিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করবেন বিজ্ঞপ্তি। সংবিধানের ৯.১, ৯.২ ও ৯.৩ ধারা অনুসারে আহ্বান করা হবে কাউন্সিলরদের মনোনয়ন।

তবে নির্বাচন কেবল নিয়ম রক্ষার বিষয় নয়, বরং এটি হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের গতিপথ নির্ধারণের টার্নিং পয়েন্ট।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: