সর্বশেষ আপডেট : ২২ মিনিট ৫৪ সেকেন্ড আগে
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

হবিগঞ্জে ৫৪ লাখ টাকার মদ, বিয়ার, কসমেটিকস ও কাভার্ড ভ্যান জব্দ

হবিগঞ্জ সংবাদদাতা ::

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, বিয়ার, বাসমতি চাল, ফুচকা, বিপুল পরিমাণ কসমেটিকস ও চোরাচালানি পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৫৪ লাখ ৬৫ হাজার ৮৫০ টাকা।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট-সাতছড়ি সড়কের তেলিয়াপাড়া এলাকায় বিজিবির বিশেষ টহল দল কৌশলগত অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় প্রায় ৫৩ লাখ ৩২ হাজার ৮০০ টাকার ভারতীয় কসমেটিকস ও চোরাচালানি মালামালসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

এছাড়া, চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় মদ এবং মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির বিশেষ টহল দল ১১ বোতল ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার করে। যার বাজারমূল্য প্রায় ৪৪ হাজার ৭৫০ টাকা।

অপরদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের গুটিবাড়ী ও কাকমারাছড়া বিওপির পৃথক অভিযানে ২২ বোতল ভারতীয় মদ, বিপুল সংখ্যক আতশবাজি ও ফুচকা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৮৮ হাজার ৩০০ টাকা।

অভিযান সম্পর্কে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ এলাকাকে মাদক ও চোরাচালান মুক্ত করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। দেশ ও যুবসমাজকে রক্ষায় আমরা সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছি। জব্দ করা মাদক ও চোরাচালানি পণ্যসমূহ আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে।”

উল্লেখ্য, চলতি বছরের আগস্ট পর্যন্ত ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৩০ কোটি টাকার ভারতীয় পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: