সর্বশেষ আপডেট : ২১ মিনিট ১৪ সেকেন্ড আগে
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ভারতে অনুপ্রবেশের সময় ৪ নারী আটক

হবিগঞ্জ সংবাদদাতা ::

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় চার বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার মালঞ্চপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি রাতে নিশ্চিত করেন ২৫ বিজিবি ব্যাটালিয়নের ধর্মঘর কোম্পানি কমান্ডার সিদ্দিকুর রহমান।

আটকরা হলেন—নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের মৃত আব্দুল হকের মেয়ে বিবি জহুরা (৩৯), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আড়াইলিয়া গ্রামের মিহেনুল্লা ব্যাপারীর মেয়ে মিনারা আক্তার (২৬), নেত্রকোনা জেলার মদন উপজেলার দক্ষিণপাড়া গ্রামের শিকুল ইসলামের মেয়ে ঝর্ণা আক্তার (১৯), কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার রসুলপুর গ্রামের শরীফ মিয়ার মেয়ে ফারজানা আক্তার শৈলী (২২)।

বিজিবি জানায়, তারা ভারতের কলকাতায় গৃহকর্মীর কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। স্থানীয় মানবপাচারকারী মো. কামাল মিয়া (৪০), মালঞ্চপুর গ্রামের বাসিন্দা, এবং মো. লিটন মিয়া (৩৫), নিজনগর গ্রামের বাসিন্দা, তাদের এ কাজে সহযোগিতা করে। এ জন্য চার নারী দালালদের মোট ৪৮ হাজার টাকা প্রদান করেন।

ধর্মঘর বিওপির টহলদল তাদের আটক করে। পরে ২৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, আটক নারীদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: