cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ক্লাব বিশ্বকাপ নিয়ে ফের ক্ষোভ উগড়ে দিলেন লা লিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস। স্প্যানিশ লা লিগার আগামী মৌসুমের ফিক্সচার ড্র অনুষ্ঠানে তেবাস স্পষ্ট জানিয়ে দেন, এই টুর্নামেন্ট ক্যালেন্ডারের জন্য ‘ক্ষতিকর’ এবং তিনি ‘যত কিছু করা সম্ভব’ করবেন, যেন এই টুর্নামেন্ট আর না হয়।
তেবাসের অভিযোগের মূল কারণ দুটি—প্রথমত, খেলোয়াড়দের অতিরিক্ত ম্যাচের চাপ। উদাহরণস্বরূপ, যদি রিয়াল মাদ্রিদ ফাইনালে পৌঁছায়, তাহলে পুরো মৌসুমে তাদের ৬৯টি ম্যাচ খেলতে হবে। ফলে খেলোয়াড়দের ছুটির সময় মাত্র কয়েক সপ্তাহ। এ ছাড়া এই টুর্নামেন্ট চালুর সময় ঘরোয়া ও আন্তর্জাতিক লিগগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও সমালোচনা করেন তিনি।
দ্বিতীয়ত, তেবাস বিপুল প্রাইজমানির সমালোচনা করেন, যেটিকে তিনি ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, ‘এই অর্থের কারণে ক্লাবগুলোর মধ্যে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এই টুর্নামেন্ট যাতে আর না হয়, তা নিশ্চিত করতে আমি সবকিছু করব।’
তেবাস রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের ‘মৌখিক দ্বৈততা’ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ওরা একদিকে বিশ্রামের জন্য আরও দিন চায়, আরেকদিকে ১৪০ মিলিয়ন ইউরো আয় করে, যা আলাভেসের বাজেটের দ্বিগুণ। তারপরও ওরা প্রস্তুতির জন্য সময় চায়! আমরা বাস্তবতা ভুলে যাচ্ছি।’
তবে তেবাসের এই সমালোচনার জবাব দিয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ক্লাব বিশ্বকাপ নিয়ে পেরেজ বলেন, ‘ফিফাকে ধন্যবাদ জানাই, এই অসাধারণ টুর্নামেন্টে সেরা দলগুলোকে খেলার সুযোগ দেওয়ার জন্য। এটা এমন এক প্রতিযোগিতা, যা আমরা অনেক দিন ধরে চেয়ে আসছিলাম। ফুটবলই পৃথিবীর সবচেয়ে বড় গ্লোবাল খেলা। এই টুর্নামেন্টের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুরাও রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখতে পারে।’
লা লিগার প্রেসিডেন্ট হিসেবে ২০১৩ সাল থেকে দায়িত্বে থাকা তেবাস ইতিমধ্যেই বেশ কয়েকবার ক্লাব বিশ্বকাপের বিরোধিতা করেছেন। তবে পেরেজের মতো বড় ক্লাবের সমর্থন পাওয়ায় ফিফা এই টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ়। এখন দেখার বিষয়, তেবাসের এই প্রতিবাদ আদৌ কোনো প্রভাব ফেলতে পারে কি না।