cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
আলিয়ঁস ফ্রঁসেজ দি ঢাকা আয়োজিত ফরাসি-বাংলাদেশি পাপেট থিয়েটার ‘ইনভিজিবল স্টোরিজ’ মঞ্চস্থ হবে আগামী ৪ ও ৫ জুলাই সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।
এই প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন খ্যাতিমান ফরাসি পাপেটিয়ার লহি ক্যানাক। এতে অভিনয় করবেন বাংলাদেশের মো. ফরহাদ আহমেদ এবং লহি ক্যানাক নিজে। এটি বাংলাদেশ-ফ্রান্স যৌথ প্রযোজনায় নির্মিত নাট্যকাজ, যা আন্তসাংস্কৃতিক গল্প বলার বৈচিত্র্য ও সৃজনশীলতা তুলে ধরে।
পরিবেশনা শেষে মো. ফরহাদ আহমেদ ও স্বাতী ভদ্র এই নাটক নিয়ে মধ্য আগস্টে ফ্রান্স সফরে যাবেন।
‘ইনভিজিবল স্টোরিজ’ মূলত দুইজন বিজ্ঞানীর অভিযাত্রার গল্প, যারা ঢাকায় ভূতের প্রভাব নিয়ে গবেষণা করতে গিয়ে এক সময় সুন্দরবনের রহস্যময় পরিবেশে পৌঁছে যান। গল্পটি বিভিন্ন ধর্ম ও লোককথা থেকে সংগৃহীত ভূতের গল্পের মাধ্যমে গঠিত, যা উপস্থাপিত হবে নাচ, গান এবং পাপেট্রির মাধ্যমে।
নির্দেশক লহি ক্যানাক থিয়েটার : একোল দ্য পাসাজ-এ প্রশিক্ষণপ্রাপ্ত এবং ১৯৯৭ সালে ‘গ্রেন দ্য ভি’ নামে পাপেট থিয়েটার কোম্পানি প্রতিষ্ঠা করেন। অভিনেতা মো. ফরহাদ আহমেদ একজন অভিজ্ঞ থিয়েটার ও পাপেট শিল্পী, যিনি প্রাচ্যনাট ও জলপুতুল পাপেটসের সঙ্গে যুক্ত আছেন।
আয়োজকরা জানিয়েছেন, পরিবেশনাটি সবার জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে। আগে এলে আগে বসার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে।