cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো মনে করেন, সৌদি প্রো-লিগ এখনই বিশ্বের সেরা পাঁচটি লিগের মধ্যে একটি। আল-নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়নের পর এমন সাহসী মন্তব্য করলেন ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রোনালদোর সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দিয়েছে আল-নাসর, যার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত—মানে রোনালদো তখন হবেন ৪২ বছর বয়সী! কিন্তু বয়স নয়, রোনালদোর চোখে এখনো বড় লক্ষ্য: ট্রফি জেতা এবং সৌদি লিগের মর্যাদা আরও উঁচুতে তোলা।
রোনালদোর বলেন, ‘আমার বিশ্বাস, আমরা এরই মধ্যে বিশ্বের সেরা পাঁচ লিগের একটি। লিগটি প্রতিনিয়ত উন্নতি করছে, প্রতিযোগিতামূলক হচ্ছে। যারা কখনো সৌদি লিগে খেলেনি, তারাই বলে এটি বড় কিছু নয়। আমি আমার কথার প্রতি ১০০ ভাগ আস্থাশীল।’
সৌদি আরবে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন নিয়েও রোমাঞ্চিত রোনালদো। বলেন, ‘এটা শুধু পরবর্তী দুই বছরের জন্য নয়, আমি থাকছি কারণ আমি পুরো প্রকল্পে বিশ্বাস করি—বিশেষ করে ২০৩৪ সালের সেই বিশ্বকাপ, যা আমার বিশ্বাস, সবচেয়ে সুন্দর বিশ্বকাপ হবে।’
২০২২ সালের শেষ দিকে আল-নাসরে যোগ দেওয়ার পর থেকে এখনো কোনো বড় শিরোপা জেতেননি রোনালদো। তবে তার আশা, এই নতুন অধ্যায়ে সেই অভাব ঘুচবে। ‘আমার লক্ষ্য বরাবরই কিছু বড় জেতা। আমি বিশ্বাস করি, এবার আল-নাসরের হয়ে আমি চ্যাম্পিয়ন হবো।’
এখন পর্যন্ত রোনালদোর মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯৩২—এর মধ্যে ৭৯৪টি ক্লাব ফুটবলে এবং ১৩৮টি পর্তুগালের হয়ে। ১,০০০ গোল ছুঁতে আর খুব বেশি দূরে নন!
ক্লাব বিশ্বকাপে আল-নাসর খেলছে না, তবে রোনালদোকে নিয়ে গুঞ্জন ছিল। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, রোনালদোকে নিয়ে বিকল্প পরিকল্পনা আছে। কিন্তু রোনালদোর জবাব ছিল স্পষ্ট, ‘আমি বিশ্রাম নেওয়াটাই সঠিক মনে করেছি। দীর্ঘ মৌসুম, বিশ্বকাপের বছর—আমি চাই প্রস্তুত থাকতে, আল-নাসর ও জাতীয় দলের জন্য।’
নেশন্স লিগের ফাইনালে স্পেনের বিপক্ষে গোল করে শিরোপা জিতিয়েছেন দেশকে। ব্যক্তিগতভাবে গর্বিত, ক্লাবের প্রতি ভালোবাসাও অপরিবর্তিত। ‘এই ক্লাবকে আমি ভালোবাসি। তাই তো চুক্তি বাড়ালাম।’