সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ফাঁস হওয়া ফোনালাপে উত্তাল থাইল্যান্ড, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

ডেইলি সিলেট ডেস্ক ::

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর সরকারবিরোধী জনরোষ চরমে ওঠে।

শনিবার (২৮ জুন) স্থানীয় সময় পতাকা হাতে হাজারো বিক্ষোভকারী ব্যাংককের বিজয় স্মারক এলাকায় জড়ো হয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন। তারা অভিযোগ করেন, ফাঁস হওয়া ফোনালাপে পেতংতার্ন থাইল্যান্ডের সেনাবাহিনীর এক কমান্ডারকে অবজ্ঞা করেন এবং কম্বোডিয়ার নেতার ইচ্ছা জানতে চান—যা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল।

এক বিক্ষোভকারী বলেন, “এই বক্তব্য জাতীয় মর্যাদার জন্য অপমানজনক। প্রধানমন্ত্রীর এমন ভূমিকা গ্রহণযোগ্য নয়।”

তবে বিক্ষোভকারীরা সরকার পতনের জন্য সেনা হস্তক্ষেপ চান না। একজন বলেন, “আমরা শান্তিপূর্ণ পরিবর্তন চাই। অতীতে সামরিক হস্তক্ষেপ সমস্যার সমাধান আনতে পারেনি।”

বিক্ষোভের ডাক দেয় ‘ইউনাইটেড ফোর্স অব দ্য ল্যান্ড’ নামের সংগঠন, যারা দীর্ঘদিন ধরে শিনাওয়াত্রা পরিবারের শাসনের বিরোধিতা করে আসছে।

২০২৩ সালে ক্ষমতায় আসা পেউ থাই পার্টির সরকারের বিরুদ্ধে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষোভ। প্রধানমন্ত্রী পেতংতার্ন বর্তমানে অর্থনৈতিক সংকট, জোট সরকারে অস্থিরতা এবং আসন্ন অনাস্থা ভোটের চাপের মুখে রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তা আদালত বা সেনা হস্তক্ষেপ পর্যন্ত গড়াতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: