cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
দুই সপ্তাহের টানা সংঘাতের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে পৌঁছেছে বলে দাবি করেছে উভয় দেশের সংবাদমাধ্যম। তবে যুদ্ধবিরতির সুনির্দিষ্ট সময় ও শর্তাবলি নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।
মঙ্গলবার (২৪ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি লেখেন, “ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ এবং সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।” তার ঘোষণার ছয় ঘণ্টা পর রাত ১২টা (ইস্টার্ন টাইম) থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি এবং আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, ইসরায়েল অধিকৃত এলাকায় ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছে। তাসনিমের টেলিগ্রাম চ্যানেল থেকে বলা হয়, “এই যুদ্ধবিরতি এখন বাস্তবে রূপ নিচ্ছে।”
অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও ওয়াইনেট জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে সময় এবং শর্ত নিয়ে তারা কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি। ইরানি মিডিয়া আরও দাবি করেছে, এই যুদ্ধবিরতি তাদের পক্ষ থেকে “শত্রুর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে”।
তবে এখন পর্যন্ত ইসরায়েল সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, যার ফলে আন্তর্জাতিক অঙ্গনে বিভ্রান্তি ও অনিশ্চয়তা রয়ে গেছে।
এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির ঘোষণার পেছনে কূটনৈতিক চাপ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা, বড় ভূমিকা রেখেছে। যদিও এর স্থায়িত্ব ও কার্যকারিতা এখনো প্রশ্নবিদ্ধ।