cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের শনিবার মধ্যরাতের পর চালানো বোমা হামলার কঠোর নিন্দা জানিয়েছে চীন। আজ রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, এই হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার গুরুতর লঙ্ঘন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘‘যুক্তরাষ্ট্রের এ ধরনের কার্যকলাপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য, নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে। এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে।’’
বেইজিং আরও জানায়, ইরানে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা তত্ত্বাবধানে থাকা স্থাপনাগুলোতে বোমাবর্ষণ অত্যন্ত উদ্বেগজনক এবং চীন এর তীব্র প্রতিবাদ জানায়।
চীন সকল পক্ষ- বিশেষ করে ইসরায়েলকে- যুদ্ধবিরতিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। একইসঙ্গে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং আলোচনার মাধ্যমে সংকটের সমাধানে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে চীন; যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে যৌথ পদক্ষেপ গ্রহণ করা যায়।’