cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে রোববার (২২ জুন) ইরানের পার্লামেন্ট কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের পক্ষে ভোট দিয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য ইসমাইল কাওসারি এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “মজলিসের সদস্যরা সর্বসম্মতভাবে মনে করছেন, হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্বের জ্বালানি রপ্তানিতে চাপ সৃষ্টি করাই যুক্তরাষ্ট্রের আগ্রাসনের যথাযথ জবাব হবে।” তবে কাওসারি জানান, এই সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই প্রণালী দিয়ে যাতায়াত করে। পারস্য উপসাগরের মুখে অবস্থিত এই সরু জলপথটি ইরান, সৌদি আরব, ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মতো প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানির একমাত্র সমুদ্রপথ। এ ছাড়া কাতার থেকে সরবরাহ হওয়া এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) পরিবহনেও এই রুটের বিকল্প নেই।
বিশেষজ্ঞদের মতে, এই প্রণালী বন্ধ হয়ে গেলে কয়েক দিনের মধ্যে জ্বালানির সরবরাহ বিপর্যস্ত হবে, বন্ধ হয়ে যেতে পারে বহু আন্তর্জাতিক কর্পোরেশনের কার্যক্রম। একাধিক গবেষণা বলছে, প্রথম সপ্তাহেই তেলের দাম ৮০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি এক বিশেষ প্রতিবেদনে জানায়, মার্কিন হামলার আগে থেকেই কৌশলবিদরা সতর্ক করে আসছিলেন যে সরাসরি সংঘাতে এই জলপথে বিঘ্ন ঘটবে। এখন পার্লামেন্টের ভোটের মাধ্যমে সেই আশঙ্কাই বাস্তব রূপ পেয়েছে।
জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও চীন ইতোমধ্যে উভয়পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও ইরান যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের ‘মারাত্মক লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে।
বিশ্ববাজারে ইতোমধ্যে অপরিশোধিত তেলের দাম ১১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। জ্বালানি নিরাপত্তা ও কূটনৈতিক সমীকরণে সামনে আরও অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।