সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শতাধিক সন্তানকে সমান ভাগে সম্পদ দেবেন টেলিগ্রামের সিইও

ডেইলি সিলেট ডেস্ক ::

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভ জানিয়েছেন, তাঁর শতাধিক সন্তানকে সম্পদের সমান ভাগ দিতে উইল করেছেন তিনি। ৪০ বছর বয়সী রুশ বংশোদ্ভূত এ উদ্যোক্তা তাঁর ছয় সন্তানের সঙ্গে শুক্রাণুদাতা হিসেবে জন্ম নেওয়া আরও অনেক সন্তানের জন্যও একই অধিকার নিশ্চিত করেছেন।

ফ্রান্সের রাজনৈতিক সাময়িকী লে পোঁয়া-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে দুরভ বলেন, “তারা সবাই আমার সন্তান এবং সবার অধিকার সমান। আমি চাই না, আমার মৃত্যুর পর তারা পরস্পরের সঙ্গে বিরোধে জড়াক।” দুরভ জানিয়েছেন, তিনি গত ১৫ বছরের বেশি সময় ধরে শুক্রাণু দান করছেন এবং এক চিকিৎসক তাঁর শুক্রাণুর মান উন্নত হওয়ায় তাঁকে এ কাজে উৎসাহিত করেন।

ব্লুমবার্গের হিসাবে, দুরভের সম্পদ প্রায় ১৩.৯ বিলিয়ন ডলার, তবে তিনি এ হিসাবকে “তাত্ত্বিক” বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর মতে, ২০১৩ সালে বিটকয়েনে বিনিয়োগই তাঁর সম্পদের প্রধান উৎস, টেলিগ্রাম থেকে নয়।

দুরভ বলেন, তাঁর সন্তানরা আগামী ৩০ বছরের মধ্যে সম্পদ পাবেন না, যেন তারা আত্মনির্ভরশীলতা এবং সৃজনশীলতা অর্জন করতে পারে। তিনি আরও জানান, ইতিমধ্যেই উইল লিখে ফেলেছেন, কারণ তাঁর কাজ ঝুঁকিপূর্ণ এবং তিনি টেলিগ্রামকে তাঁর মূল্যবোধে অটুট রাখতে চান।

টেলিগ্রাম বর্তমানে মাসিক এক বিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। অর্থপাচার, শিশু পর্নোগ্রাফি এবং মাদক ব্যবসায় সহযোগিতাসহ বিভিন্ন অভিযোগে প্যারিসে গ্রেপ্তার হলেও, দুরভ বলেন, “অপরাধীরা অ্যাপ ব্যবহার করে বলেই আমাদের অপরাধী বলা অযৌক্তিক ও হাস্যকর।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: