সর্বশেষ আপডেট : ২৫ মিনিট ৫৯ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

হাজীগঞ্জে পুলিশের বাড়ি থেকে ১৪ বস্তা সরকারি চাল উদ্ধার, আটক ১

হাজীগঞ্জ সংবাদদাতা ::

চাঁদপুরের হাজীগঞ্জে ভিজিএফ-এর ১৪ বস্তা সরকারি চালসহ স্বপন সাহা (৪৫) নামের এক গ্রাম পুলিশ সদস্যকে আটক করেছে প্রশাসন। বুধবার (১৮ জুন) সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের তার নিজ বসতঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে স্বপন সাহা এলাকায় সরকারি চাল বিক্রি করছেন—এমন খবর ছড়িয়ে পড়ে। বুধবার সকালে কয়েকজন এলাকাবাসী তার ঘরে গিয়ে ৫০ কেজি ও ৩০ কেজি ওজনের মোট ১৪ বস্তা চাল দেখতে পান। সঙ্গে চালের আরও ১২টি খালি বস্তাও পাওয়া যায়। পরে তারা বিষয়টি উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের জানান।

খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন এবং সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান। অভিযানের সময় গ্রাম পুলিশ স্বপন সাহা ছয় বস্তা চাল বিক্রির কথা স্বীকার করেন।

স্বপনের দাবি, “ভিজিএফের চাল আমি মানুষের কাছ থেকে কিনে রেখেছি। এখন আবার বিক্রি করছি।” তবে তার বক্তব্যে অসঙ্গতি থাকায় তাকে থানায় নেওয়া হয়েছে।

ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব জানান, “ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নে ২ হাজার ১২৮টি ভিজিএফ কার্ড এসেছে। এর মধ্যে ১৬৮টি কার্ডে ১৫০ কেজি করে চাল বরাদ্দ রয়েছে। এসব চাল ইউনিয়ন পরিষদের সচিব, এক ইউপি সদস্য ও গ্রাম পুলিশ স্বপন সাহা মিলে বিতরণ করছিলেন।”

তিনি আরও বলেন, “স্বপন জানায়, আতপ চাল অনেকে খেতে চায় না, তাই সে তা বিক্রি করেছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানিয়েছেন, গ্রেফতারকৃত স্বপনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: