cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
প্রতিশোধ নিতে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার (১৪ জুন) অন্তত ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে ইসরায়েলে অন্তত চারজন নিহত এবং ৭০ জন আহত হয়েছে।
ইরান ঘোষণা দিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের এ পাল্টা হামলা অব্যাহত থাকবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শুক্রবার রাতে ইসরায়েল যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব শেষ হয়নি। ইসরায়েলের বিরুদ্ধে ইরানি হামলা চলবে। নাম প্রকাশ করেননি, এমন একজন কর্মকর্তার বরাতে ফার্স এ তথ্য জানিয়েছে।
ইরানে ইসরায়েলি হামলার বিষয়ে সবই জানতেন ট্রাম্প!ইরানে ইসরায়েলি হামলার বিষয়ে সবই জানতেন ট্রাম্প! ওই কর্মকর্তা জানান, ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে জানিয়েছে যে, ভবিষ্যতে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করতে পারে। এদিকে ইসরায়েলও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে তাদের হামলা চলবে।
এর আগে গত শুক্রবার ইরানজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের সামরিকঘাঁটি, ক্ষেপণাস্ত্র কারখানা, ইউরেনিয়াম মজুদের প্রধান অবকাঠামোসহ বিমানবন্দরে হামলা চালিয়েছে। সেই সঙ্গে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাসহ অন্তত ২০জন কমান্ডারকে হত্যা করেছে।
ইরানের শাসনব্যবস্থা বদলাবে ইসরায়েল?ইরানের শাসনব্যবস্থা বদলাবে ইসরায়েল? ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় ৭৮ জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দুই দেশের মধ্যে পুরো মাত্রার যুদ্ধ শুরু হতে পারে।