সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
রবিবার, ২২ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস

ডেইলি সিলেট ডেস্ক ::

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও কিছুটা কমেছে। বুধবার (১১ জুন) সকাল পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দর প্রতি ব্যারেল ১৫ সেন্ট বা ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৬.৭২ ডলার। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমেছে ১০ সেন্ট বা ০.২ শতাংশ, যা এখন ৬৪.৮৮ ডলার।

মূল্য হ্রাসের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য আলোচনার অনিশ্চয়তা, চীনের দুর্বল চাহিদা, এবং ওপেক প্লাস জোটের উৎপাদন বৃদ্ধির ঘোষণা। ওপেক প্লাস জানিয়েছে, তারা জুলাই মাসে দৈনিক ৪ লাখ ১১ হাজার ব্যারেল উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে, যা উৎপাদন হ্রাস তুলে নেওয়ার ধারাবাহিক পদক্ষেপের অংশ।

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, লন্ডনে দুই দেশের আলোচনায় একটি সমঝোতার কাঠামো তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের পরই চুক্তিটি কার্যকর হতে পারে। এতে চীন বিরল খনিজ ও চুম্বকজাত পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে।

বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেবা বলেন, “মূল্য সংশোধনের পেছনে রয়েছে প্রযুক্তিগত মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং বিনিয়োগকারীদের সতর্কতা।”

এদিকে, মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) তথ্য অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ৩ লাখ ৭০ হাজার ব্যারেল হ্রাস পেয়েছে। ডিজেল ও গ্যাসোলিনের মজুত সামান্য বেড়েছে।

ক্যাপিটাল ইকোনমিক্সের বিশ্লেষক হামাদ হুসেইনের মতে, বছরের শেষ নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ৬০ ডলারে নেমে আসার সম্ভাবনা রয়েছে, যদিও মৌসুমি চাহিদা কিছু ভারসাম্য আনতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: