সর্বশেষ আপডেট : ৪৭ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

চলতি বছরে হজ পালন করেছেন ১৬ লাখ ৭৩ হাজারের বেশি মুসল্লি

ডেইলি সিলেট ডেস্ক ::

চলতি বছর পবিত্র হজ পালন করেছেন মোট ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসল্লি। সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা বেশি।

এর মধ্যে ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন এসেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, আর সৌদি আরবের অভ্যন্তর থেকে অংশ নিয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন। দেশি হজযাত্রীদের মধ্যে ছিলেন সৌদি নাগরিক ও প্রবাসী উভয়ই।

নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য পরিসংখ্যানে দেখা যায়, হজপালনকারীদের মধ্যে ৮ লাখ ৭৭ হাজার ৮৪১ জন ছিলেন পুরুষ এবং ৭ লাখ ৯৫ হাজার ৩৮৯ জন নারী। হজে নারীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে, যা ইতিবাচক বার্তা বহন করে।

কীভাবে এসেছেন হজযাত্রীরা বিদেশি হজযাত্রীদের মধ্যে অধিকাংশই বিমানপথে এসেছেন—সংখ্যা ১৪ লাখ ৩৫ হাজার ১৭ জন। স্থলপথে এসেছেন ৬৬ হাজার ৪৬৫ জন এবং সমুদ্রপথে এসেছেন ৫ হাজার ৯৪ জন।

সৌদি গ্যাজেটের বরাতে জানা গেছে, এই পরিসংখ্যান সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশাসনিক রেকর্ডের ওপর ভিত্তি করে তৈরি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: