সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বিসিবিতে ক্রিকেট ছাড়া সবকিছু হচ্ছে, মানুষের আগ্রহ কমছে: তামিম

ডেইলি সিলেট ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যেন ক্রিকেটের চেয়ে বেশি আলোচনায় রয়েছে প্রশাসনিক টানাপড়েন ও অভ্যন্তরীণ সংকট। এমন বাস্তবতায় বিসিবির কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার ভাষায়, “বিসিবিতে ক্রিকেট ছাড়া সবকিছু হচ্ছে”—যা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ হারানোর অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে।

বৃহস্পতিবার (২৯ মে) বিসিবির আট পরিচালক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি দেন। এর পরপরই জাতীয় ক্রীড়া পরিষদ তার কাউন্সিলর মনোনয়ন বাতিল করে, ফলে সভাপতির পদ হারান ফারুক আহমেদ। এই অস্থিরতা ঘিরেই নিজের ক্ষোভ প্রকাশ করেন তামিম।

পাকিস্তানের লাহোরে ব্যক্তিগত সফরে অবস্থানকালে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটের বোর্ড—এখানে কিন্তু ক্রিকেট ছাড়া সবকিছুই হচ্ছে। কে সভাপতি হবেন, কে নির্বাচন করবেন—এগুলো খুবই ছোট বিষয়। কিন্তু মানুষ ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।”

ক্রিকেট তার জৌলুস হারাচ্ছে বলেও মন্তব্য করেন দেশের অন্যতম সফল এ ওপেনার, “সভাপতি কে হবেন, সেটা বড় কথা নয়। যারা আসবেন, তারা যেন অন্তত ক্রিকেটটা নিয়ে ভাবেন। কারণ আমরা প্রতিটি স্তরে স্ট্রাগল করছি—জাতীয় দল হোক বা ঘরোয়া ক্রিকেট। এই বাস্তবতা স্বীকার করে সেখান থেকে উত্তরণের পথ খুঁজতে হবে।”

তামিমের এমন মন্তব্যে স্পষ্ট, মাঠের বাইরের দ্বন্দ্ব, নেতৃত্বের টানাপড়েন ও পারস্পরিক দ্বন্দ্বের প্রভাব মাঠের পারফরম্যান্সে পড়ছে, এবং এর ফলে ক্রিকেটপ্রেমীদের আগ্রহেও ভাটা পড়ছে। বাংলাদেশ ক্রিকেট বর্তমানে এক ধরনের গতিহীনতার মধ্যে দিয়ে যাচ্ছে—তামিম ইকবালের এই খোলামেলা অভিমত হয়তো সেই দুরবস্থারই প্রতিচ্ছবি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: