cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক:
কার্লো আনচেলত্তির অধীনে কেমন ফুটবল খেলবে ব্রাজিল? ইতালিয়ান এই কোচ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নেওয়ার পর প্রশ্নটি উঠেছে। আনচেলত্তি নিজেই তার উত্তর দিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’কে দেওয়া সাক্ষাৎকারে। রিয়াল মাদ্রিদের খেলার ধাঁচে তিনি খেলাতে চান ব্রাজিলকে।
তবে একটা কিন্তু আছে। সদ্য শেষ হওয়া মৌসুমে মাদ্রিদের ক্লাবটি যেমন ফুটবল খেলেছে তেমন নয়, তার আগের মৌসুমে যেমন খেলেছে ব্রাজিলকে সেভাবেই খেলাতে চান আনচেলত্তি।
দ্বিতীয় মেয়াদে চার বছর রিয়াল কোচের দায়িত্ব পালন করে এ মৌসুম শেষে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি। সদ্য শেষ হওয়া মৌসুমে তাঁর অধীনে বড় কোনো ট্রফি জিততে পারেনি রিয়াল। উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে এবং লা লিগায় হয়েছে দ্বিতীয়। হেরেছে কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপের ফাইনাল।
ওরা বিশ্বের সেরা জাতীয় দল। আমি বলছি সে জন্য নয়, ওদের জার্সিতে পাঁচটি তারকা আছে। এখন আমার সামনে ষষ্ঠটি (বিশ্বকাপ) জেতানোর চ্যালেঞ্জ। ইতালি? এ মুহূর্তে আমার স্প্যালেত্তি তাঁদের কোচিং করাচ্ছেন এবং তিনি গ্রেট কোচ। তারা (ইতালি) আমাকে ডাকেনি, যেটা ব্রাজিল বহু আগেই করেছে।
কিন্তু তার আগের মৌসুমে (২০২৩–২৪) লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে রিয়াল। আনচেলত্তি সে মৌসুমের রিয়ালের মতো খেলাতে চান ব্রাজিলকে, ‘আমার ব্রাজিল রিয়াল মাদ্রিদের মতো খেলবে। কিন্তু এ বছরের রিয়াল মাদ্রিদের মতো নয়, গত বছরের রিয়াল মাদ্রিদের মতো। আমি এটাই চাই। আমি জানি ব্যাপারটা নির্ভর করে খেলোয়াড়দের ওপর। মাঠে তাদের স্বস্তিতে থাকতে দিতে হবে। দলের শুধু একটি পরিচিতি থাকবে সেটা আমার অপছন্দ, আর তা স্মার্টও নয়।’
৬৫ বছর বয়সী আনচেলত্তি ইতিহাসেরই সেরা কোচদের একজন। সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জয়ের ইতিহাস গড়া এই কোচ কখনো তাঁর জন্মভূমি ইতালির জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেননি। সেটি কেন এবং ব্রাজিলের দায়িত্ব কেন নিলেন, এ প্রশ্নের উত্তরে আনচেলত্তি বলেছেন, ‘এটা সহজ। ওরা বিশ্বের সেরা জাতীয় দল। আমি বলছি সে জন্য নয়, ওদের জার্সিতে পাঁচটি তারকা আছে। এখন আমার সামনে ষষ্ঠটি (বিশ্বকাপ) জেতানোর চ্যালেঞ্জ। ইতালি? এ মুহূর্তে আমার স্প্যালেত্তি তাঁদের কোচিং করাচ্ছেন এবং তিনি গ্রেট কোচ। তারা (ইতালি) আমাকে ডাকেনি, যেটা ব্রাজিল বহু আগেই করেছে।’
মার্কা জানিয়েছে, চারজন নিরাপত্তারক্ষীসহ আনচেলত্তির যাতায়াতের জন্য বুলেটপ্রুফ গাড়িও দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। গত সোমবার ব্রাজিলের কোচ হিসেবে তাঁকে পরিচয় করিয়ে দেয় সিবিএফ। সাও পাওলোর করিন্থিয়ান্স অনুশীল সেন্টারে আগামী সোমবার প্রথমবারের মতো ব্রাজিল দলের খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে নামবেন আনচেলত্তি।
আনচেলত্তির প্রথম পরীক্ষা বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ। ১০ জুন পরের ম্যাচে প্রতিপক্ষ প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকার চারে ব্রাজিল। এই মহাদেশ থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলকে আন্তমহাদেশীয় প্লে-অফ বাধা টপকে খেলতে হবে বিশ্বকাপে।