সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘পার্টনার প্রকল্প’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: যুগ্ম সচিব দীপংকর বিশ্বাস

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘পার্টনার প্রকল্প’ দেশের কৃষি খাতকে বাণিজ্যিক রূপান্তরে কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এক্সটেনশন-১) দীপংকর বিশ্বাস। তিনি বলেন, এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে জ্ঞানভিত্তিক, টেকসই বাণিজ্যিক কৃষি উৎপাদন ও বিপণন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। একইসঙ্গে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করা যাবে।

তিনি সোমবার (২৬ মে) দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘পার্টনার প্রকল্প’–এর বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রকল্পটি বাস্তবায়ন করছে ডিএই, বিএআরসি, ডিএএম, বিএডিসি, ব্রি, বারি ও বিএমডিএ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ এবং ডিএই খামারবাড়ি ঢাকার পিসিইউ ডিপিডি ড. রাকিবুজ্জামান খান।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিএডিসির এপিডি ড. একেএম মিজানুর রহমান, বারির এপিডি জগদীশ চন্দ্র বর্মণ, ব্রি পার্টনার প্রকল্পের এপিডি মো. আব্দুল কাদের এবং ডিএই খামারবাড়ি ঢাকার এপিডি ড. গৌরগোবিন্দ।

কর্মশালাটি পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান এবং গীতা পাঠ করেন বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়।

দিনব্যাপী এই কর্মশালায় সিলেট বিভাগের কৃষি সম্প্রসারণ কর্মকর্তাবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন কৃষি সংগঠনের প্রতিনিধি, কৃষক, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: