cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
আজ শুরু বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম ফ্রেঞ্চ ওপেন। নারী ও পুরুষ এককে শিরোপা ধরে রাখার মিশন কার্লোস আলকারাজ, ইগা স্ফিয়ন্তিকের। দুই দশক পর ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদালকে ছাড়া হচ্ছে এবারের আসর। যিনি ১৪ শিরোপা জিতেছেন রোলা গারোয়। আর সর্বাধিক ২৫ গ্র্যান্ডস্লামের মিশন নোভাক জকোভিচের।
ফ্রেঞ্চ ওপেনে এবার অপূর্ণতার ছোঁয়া। নেই কিং অফ ক্লে রাফায়েল নাদাল। সর্বাধিক ১৪ শিরোপা জয়ী স্প্যানিশ তারকা অবসর নেয়ায় ২০ বছর পর তাকে ছাড়া ফ্রেঞ্চ ওপেন। নাদালের অনুপস্থিতে আধিপত্যের দৌড়ে আছেন বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ, তরুণ ইয়ানিক সিনার ও অভিজ্ঞ নোভাক জকোভিচ। যার চোখ ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ে। গেল বৃহস্পতিবার ৩৯এ পা দিয়েছেন জকো। তবুও যেন ক্লে কোর্টে চিরতরুন সার্বিয়ান তারকা।
শিরোপা ধরে রাখার মিশনে রোলা গারোর পরিসংখ্যান, আলকারাজকে আশা দেখাচ্ছে। এ বছর ১৬ ম্যাচে ১৫ জয় এই স্প্যানিয়ার্ডের। সেখানে শীর্ষ বাছাই ইয়ানিক সিনার তিন মাসের ডোপিং নিষেধাজ্ঞা থেকে ফিরেছেন সম্প্রতি। যদিও ফিরেই ইতালিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন আলাকারাজের।
ইয়ানিক সিনার বলেন, তিন মাস পর ফিরে ফাইনাল খেলেছি, শিরোপা জিততে না পারলেও, ক্লে কোর্টে ছিলো এটা আমার বিগ ম্যাচ। কিছু জিনিস চোখে পরেছে, যেখানে আরও উন্নতি করতে হবে।
কার্লোস আলকারাজ বলেন, প্যারিসে ফিরতে পেরে ভালো লাগছে। আমাকে গেল বছরের কথা মনে করিয়ে দেয়। সিনারের সঙ্গে আমার ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বীতা নেই। তবে সমর্থকরা আমাদের লড়াই পছন্দ করে।
নারী এককে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ ইগা স্ফিয়ন্তেকের। রোলা গারোয়া টানা চতুর্থ শিরোপা জয়ের সুযোগ পোলিশ তারকার। তবে গেল ১২ মাসে খেলা হয়নি কোন ফাইনাল। সঙ্গে কাটিয়েছেন ১ মাসের নিষেধাজ্ঞা।
আরিনা সাবালেঙ্কা, কোকো গফ ও অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ম্যাডিসন কিসরাও শিরোপার দাবিদার। ১২৪তম আসরের পর্দা নামবে ৮ জুন।