সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
রবিবার, ২২ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শিল্পী আরজিন কামাল: গানে মোহিত, উপস্থাপনায় দ্বিধাগ্রস্ত

ডেইলি সিলেট ডেস্ক ::

আরজিন কামালের গান আমি নিয়মিত শুনি। তার কণ্ঠ, সুর আর কথা যেন মন ছুঁয়ে যায়। একেকটা গান শুনলে মনে হয়, যেন জীবনেরই এক টুকরো গল্প শুনছি—খুব ব্যক্তিগত, খুব অনুভূতিপূর্ণ। এই প্রজন্মের শিল্পীদের মধ্যে তিনি নিঃসন্দেহে ব্যতিক্রমী প্রতিভা।

তবে, একটি বিষয় মাঝে মাঝেই আমাকে বিব্রত করে—তার মঞ্চ উপস্থাপনা বা পোশাক নির্বাচনের ভঙ্গি। গানের মতো এত গভীর, সংবেদনশীল শিল্পে যখন একজন শিল্পী অশ্লীল বা অপ্রাসঙ্গিক পোশাক পরেন, তখন সেটা গানটির সৌন্দর্যকে কিছুটা আঘাত করে বলে আমার মনে হয়।

আমি জানি, পোশাক হচ্ছে একজনের ব্যক্তিগত পছন্দ, এবং একজন শিল্পী কিভাবে নিজেকে উপস্থাপন করবেন, সেটা তার স্বাধীনতার মধ্যেই পড়ে। কিন্তু একজন শ্রোতা ও দর্শক হিসেবে আমারও অনুভূতি আছে। আমি যখন একটা দারুণ গান শুনি, তখন চাই সে গানের পরিবেশনা এমন হোক যাতে সেই অনুভূতির সাথে তাল মেলে। কিন্তু পোশাক যদি গানটির আবহের সম্পূর্ণ বিপরীত হয়, তখন সেখানেই এক ধরনের অসংগতি তৈরি হয়।

আমি মনে করি, একজন শিল্পীর শুধুমাত্র কণ্ঠ বা গায়কী নয়, তার উপস্থাপনাও শিল্পেরই একটি অংশ। আরজিন কামালের গান আমাকে যতটা টানে, তার পোশাক অনেক সময় ততটাই দূরে ঠেলে দেয়।

এই লেখাটা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। বরং একজন শ্রোতা হিসেবে আমি শুধু আমার অনুভূতির কথাটাই বললাম। আমি চাই, আরজিন কামাল আরও অনেক গান গাইবেন, আরও বেশি জনপ্রিয় হবেন—শুধু চাই, তার উপস্থাপনাতেও থাকুক সেই একই সৌন্দর্য ও সংবেদনশীলতা, যা তার গানে এত প্রবলভাবে ধরা দেয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: