cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির একদিন পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। চিঠিতে তিনি সংসদে একটি বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন। অপারেশন সিঁদুর এবং যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্যই এই অধিবেশন আহ্বান করা হয়েছে।
ওই চিঠিতে রাহুল গান্ধী উল্লেখ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন।
রাহুল লিখেছেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী, আমি অবিলম্বে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য বিরোধীদের সর্বসম্মত অনুরোধ পুনর্ব্যক্ত করছি। জনগণ এবং তাদের প্রতিনিধিদের জন্য পহেলগাম হামলা, অপারেশন সিন্দুর এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
পেহেলগামে বন্দুকহামলাকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। শেষ পর্যন্ত নীরবতা ভেঙে হঠাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। শনিবার (১০ মে) তিনি বলেন, উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান একটি পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।’
তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় নেতৃত্বের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মার্কিন ভূমিকার কথা উল্লেখ করা হয়নি বা যুদ্ধবিরতিতে সম্মত হওয়া শর্তগুলোর বিস্তারিত বিবরণ দেয়া হয়নি।