cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
গোলের ক্ষুধায় দাপুটে শুরু করল আর্সেনাল। দারুণ কয়েকটি সুযোগও পেল তারা; কিন্তু পারল না কাজে লাগাতে। এরপরই পাল্টা আঘাত হানল পিএসজি।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ল আরও। সুযোগ হারানোর মিছিলে শেষ দিকে একটি গোল ফিরিয়ে দিতে পারলেও, লড়াইয়ে ফিরতে পারল না মিকেল আর্তেতার দল। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপার স্বপ্নে ফাইনালে উঠল প্যারিসের দলটি।
পার্ক দ্য প্রিন্সেসে উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালের বিপক্ষে পিএসজির জয় ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৩-১। মিউনিখের ফাইনালে দলটির প্রতিপক্ষ ইন্টার মিলান।
২৭তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন রুইস। স্প্যানিশ এই মিডফিল্ডার ফ্রি কিক থেকে বক্সে আসা বল বুক দিয়ে নামিয়ে বুলেট গতির শটে জালে জড়ান। আর্সেনাল গোলকিপার বল নাগালেই পাননি।
দ্বিতীয়ার্ধে নামার পর আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করে আর্সেনাল। ৬৪তম মিনিটে গোলের প্রবল সম্ভাবনাও জাগান বুকায়ো সাকা। তবে তার জোরাল শট এক হাত দিয়ে প্রতিহত করে দেন দোন্নারুম্মা।
ম্যাচের ৭২তম মিনিটেই ম্যাচের দ্বিতীয় গোলটি পেয়ে যায় পিএসজি। বদলি নামা উসমান দেম্বেলের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে জোরাল শটে বল জালে পাঠান হাকিমি। দুই লেগ মিলিয়ে পিএসজি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
হারের কাছাকাছি পৌঁছে যাওয়া আর্সেনালকে ৭৬ মিনিটেই কিছুটা আলোর রেখা এনে দেন সাকা। মারকিনিওসের সঙ্গে একপ্রকার শারিরীক লড়াইয়ে জিতে লিয়ান্দ্রো ত্রোসার বল বাড়ান সাকার দিকে। প্রথম চেষ্টায় না পারলেও দ্বিতীয়বারে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। ম্যাচ শেষেরে বাঁশি বাজে আর্সেনালের সুযোগ কাজে লাগাতে না পারার হতাশা নিয়েই।