সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

হলুদ ছেড়ে লাল জার্সির খবরে প্রশ্নের মুখে ব্রাজিল!

ডেইলি সিলেট ডেস্ক ::

ফুটবল মানেই ব্রাজিল, আর ব্রাজিল মানেই সেই চোখ ধাঁধানো হলুদ জার্সি। পেলে, জিকো, রোনালদো, রোনালদিনহো, নেইমার—যত কিংবদন্তি, তত স্মৃতি সেই হলুদ-সবুজ ছোঁয়ায়। অথচ ২০২৬ বিশ্বকাপের আগে, সেই পরিচিত রঙই যেন এক অচেনা মোড় নিল। একটি বিকল্প জার্সির ডিজাইন ফাঁস হতেই গোটা ব্রাজিলে শুরু হয়েছে বিতর্কের ঝড়। কারণ? ঐতিহ্য ভেঙে নতুন সেই জার্সির রঙ যে লাল এবং কালো!

প্রথমে খবরটি ছড়ায় জনপ্রিয় কিটবিষয়ক ওয়েবসাইট Footy Headlines-এর মাধ্যমে। তারা দাবি করে, এবারের বিশ্বকাপে ব্রাজিল দলের সেকেন্ড কিট হবে লাল-কালো রঙে, যা ১৯১৭ থেকে ১৯১৯ সালের পুরোনো জার্সির অনুপ্রেরণায় তৈরি। এই ডিজাইনকে ঘিরেই শুরু হয়েছে সমালোচনার তীব্র স্রোত।

ধাপে ধাপে উত্তপ্ত হতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যম। শুধু ক্রীড়াঙ্গন নয়, এই বিতর্ক গড়িয়েছে রাজনীতির মাঠেও। লুলা সরকারের সমালোচকরা সরাসরি এই রঙ পরিবর্তনকে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন। সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকরা তো স্পষ্ট বলেই দিয়েছেন, ‘আমাদের পতাকা কখনোই লাল হবে না!’

সংসদেও ছড়িয়ে পড়ে বিতর্ক। ডানপন্থী সংসদ সদস্য জে ত্রোভাও এমনকি একটি বিল উত্থাপন করেছেন, যাতে দেশের যেকোনো প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র পতাকার চারটি রঙ—সবুজ, হলুদ, নীল ও সাদা—ব্যবহার বাধ্যতামূলক করার দাবি তোলেন। তার কথায়, ‘লাল নয়, ব্রাজিল সবুজ-হলুদের দেশ।’

এতসব বিতর্কের মাঝে মুখ খুলতে বাধ্য হয় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তারা জানিয়েছে, ফাঁস হওয়া ডিজাইনটি চূড়ান্ত নয়, শুধুমাত্র একটি স্কেচ মাত্র। তারা আরও জানিয়েছে, জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির সঙ্গে যৌথভাবে আলোচনা করেই চূড়ান্ত ডিজাইন প্রকাশ করা হবে আগামী মার্চে, বিশ্বকাপ শুরুর ঠিক আগে।

তবে বিতর্ক থামছে না। অনেকেই বলছেন, ২০২৩ সালে গিনিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে ব্রাজিল যখন কৃষ্ণাঙ্গদের প্রতি সংহতি জানাতে কালো জার্সি পরেছিল, সেটা ছিল প্রতীকী পদক্ষেপ। কিন্তু এবারের রঙ বদল যেন স্থায়ী কোন বার্তা দিতে চাইছে—যা দেশের ঐতিহ্য ও সমর্থকদের আবেগে আঘাত দিচ্ছে।

বিশ্বকাপ মানেই ব্রাজিলের চোখধাঁধানো ফুটবল ও হলুদের ঝলক। এখন প্রশ্ন একটাই—এই ঐতিহ্য কি বদলে যাবে? না কি সমালোচনার চাপে আবার ফিরবে সেই চেনা রঙে পরিচিত ব্রাজিল? উত্তরের অপেক্ষায় গোটা ফুটবল দুনিয়া।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: