সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন

হবিগঞ্জ সংবাদদাতা ::

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিমেল সায়েন্স অনুষদের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ আনুষ্ঠানিকভাবে দিবসের উদ্বোধন করেন। উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

পরে সকাল সাড়ে ১০টায় একাডেমিক ভবন-১ এ “প্রাণিস্বাস্থ্য রক্ষা করে দলবদ্ধ প্রচেষ্টা” প্রতিপাদ্য নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আব্দুল কাদের।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ও গবেষক ড. মো. মুক্তার হোসেন। সভাপতিত্ব করেন এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের প্রভাষক ডা. সালাউদ্দীন ইউছুপ।

অনুষ্ঠানে প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য এবং টেকসই উন্নয়নে দলগত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।

দিনের সমাপ্তি ঘটে ‘ভেট নাইট’-এর আয়োজনের মাধ্যমে, যেখানে সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও ঐক্য তুলে ধরেন।

বক্তারা বলেন, বিশ্ব ভেটেরিনারি দিবস প্রাণিস্বাস্থ্য ও মানবস্বাস্থ্যের সংযোগ এবং টেকসই উন্নয়নে দলগত প্রচেষ্টার অপরিহার্য ভূমিকা স্মরণ করিয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: