সর্বশেষ আপডেট : ৩ মিনিট ৫৪ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শ্রমিক বিক্ষোভে মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

ডেইলি সিলেট ডেস্ক ::

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ঘণ্টার অবরোধ সৃষ্টি হয়। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ‘ইন্টারস্টপ’ নামক পোশাক কারখানার শতাধিক শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচলে স্থবিরতা দেখা দেয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে কালিয়াকৈরের ‘লিবার্টি ফ্যাশন ওয়্যার লিমিটেড’ কারখানার ফিনিশিং বিভাগের এক কর্মী (আয়রনম্যান) ও ফিনিশিং ম্যানেজার সানোয়ার হোসেনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ওই শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে কারখানা এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে, আহত শ্রমিকটি মারা গেছেন।

এই খবরে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকরা। তারা কারখানায় ভাঙচুরের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি করে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ এবং নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

শনিবার সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হয়ে দেখতে পান, পুরো এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। তখনই তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে সেনাবাহিনীর সক্রিয় হস্তক্ষেপ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে ‘ইন্টারস্টপ’ ও ‘লিবার্টি ফ্যাশন ওয়্যার’ কারখানা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে এক সেনা কর্মকর্তা বলেন, শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে কারখানা ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: