cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
অবশেষে কাটল টানাপোড়েনের মেঘ। পিটার জেমস বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ১৮ জনের মধ্যে ১৩ জন ফিরে এসেছেন অনুশীলনে। বাফুফে আগে জানিয়েছিল, এই বিরোধের অবসান হয়েছে, তবে তখনো কিছুটা অনিশ্চয়তা ছিল। আজ সেই শঙ্কা কেটে গেছে।
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর বাটলারের বিরুদ্ধে অভিযোগ তুলে বিদ্রোহে অংশ নেওয়া ফুটবলারদের মধ্যে ১৩ জন মঙ্গলবারের অনুশীলনে যোগ দিয়েছেন। আবাহনী মাঠে অনুষ্ঠিত ওই ট্রেনিং সেশনে অংশগ্রহণ করেন মারিয়া মান্দা, শিউলি আজিম সহ অনেকে।
বাকি পাঁচজনের মধ্যে চারজন ভুটানে লিগ খেলতে গিয়েছেন—সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা এবং মাতসুশিমা সুমাইয়া। আর তহুরা বোনের অসুস্থতার কারণে ক্যাম্পে যোগ দেননি।
আগামী জুন-জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত হবে উইমেন’স এশিয়ান কাপের বাছাইপর্ব। এর আগে দুই দিন ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে মাঠে নেমে পড়েছেন বাটলার। যদিও সোমবার তার অধীনে ট্রেনিং এড়িয়ে চলেছিলেন বিদ্রোহীরা, তবুও প্রশ্ন ছিল—তাদের মধ্যে উত্তেজনা শেষ হবে কি না?
গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানালেন, অনুশীলন ছিল স্বাভাবিক পরিবেশে। দীর্ঘ সময় ক্যাম্পের বাইরে থাকা সানজিদা-নিলুফা ইয়াসমিন নীলাদের ফিটনেস নিয়ে উদ্বেগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
“পাসিং ড্রিল, পজিশন এবং ফিটনেস ট্রেনিং হয়েছে। অনেক দিন পর মাঠে ফিরে সবাই কোচের নির্দেশনায় ভালো করেছে। যদিও ফিটনেস একেবারে পরিপূর্ণ নয়, তবে খুব খারাপও নয়। দ্রুতই ফিটনেস ফিরে আসবে।”
এদিকে, মাসুদ আরও বলেন, “বিদ্রোহীরা আমাদেরই খেলোয়াড়, তাদের কোনো সমস্যা নেই। সবাই ফিরে এসেছে খেলতে, আশা করি সবকিছু আগের মতো চলে যাবে।”
৩০ জানুয়ারি বাটলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বিদ্রোহ করেছিলেন ১৮ ফুটবলার। একসময় তারা বাটলারের অধীনে কাজ না করার হুমকি দিয়েছিলেন। তবে পরবর্তী আলোচনায় সকল পক্ষ নমনীয় হয়ে সমাধানের পথে এগিয়েছে।
দলের সূত্র জানাচ্ছে, সোমবারের আলোচনায় মারিয়া মান্দা, রূপনা চাকমারা সহ বাটলারও অতীতের সব ভুলে নতুন করে শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন। তবে, বাটলার ক্যাম্পের পরিস্থিতি বা অনুশীলন নিয়ে কিছু বলতে চাননি।
“সমস্যা সমাধান হয়েছে, আর কিছু বলতে চাই না।”