সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ঈদে ছুটি নেই জ্যোতিদের,৩ এপ্রিল পাকিস্তানের ফ্লাইট

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশে আজ মুসলমানরা পালন করছেন তাঁদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সামাজিক মাধ্যমে ঢুঁ দিলেই দেখা যাচ্ছে ঈদ উদযাপনের ছবি। তবে বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের ঈদ উপভোগ করার সুযোগ নেই।

কারণ, ক’দিন পরেই ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিগার সুলতানা জ্যোতিদের চলছে প্রস্তুতি ক্যাম্প।
খোজঁ নিয়ে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে আজ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। আগামীকাল ও পরশু দুই দিন চলবে প্রস্তুতি। ৩ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টায় পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে জ্যোতিদের বিমান।

চ্যাম্পিয়নস ট্রফির পর বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ততা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে। ডিপিএলের অষ্টম রাউন্ডের খেলা হয়েছে ২৫ মার্চ। নবম রাউন্ড শুরু হবে ৬ এপ্রিল। এই লম্বা ছুটি উপভোগ করছেন শান্ত, মিরাজ, হৃদয়রা। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে তাঁরা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে। ১৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৫ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি হবে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে। ১৭ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ। মূল প্রতিযোগিতার আগে প্রস্তুতি হিসেবে ৫ ও ৭ এপ্রিল দুটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। ছয় দলের এই বিশ্বকাপ বাছাইপর্ব হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। বাছাইপর্ব থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল পাবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের টিকিট।

নারী দলের কোচ সারোয়ার ইমরান তত্ত্বাবধান করছেন জ্যোতিদের প্রস্তুতি ক্যাম্প। বিসিবি এইচপির ডেভিড হেম্পও যুক্ত হয়েছেন প্রস্তুতি ক্যাম্পে। মূলত ব্যাটিংয়ে কৌশলগত দিকগুলো আরও উন্নত করতে কাজ করছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: