cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সরকারি তিতুমীর কলেজে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ছদরুদ্দীন আহমদ। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. মিজানুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এম. এম. আতিকুজ্জামান।
বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্ব ইতিহাসেও এক নৃশংসতম হত্যাযজ্ঞ হিসেবে স্বীকৃত। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা আরো বলেন,১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের ভয়াবহতা তুলে ধরেন। তাঁরা বলেন, এই দিনটিতে ঢাকা শহরসহ সারা দেশে নির্বিচারে গণহত্যা চালানো হয়, যা ইতিহাসের এক কালো অধ্যায়। বক্তারা গণহত্যার শিকার শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।