cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
অপি করিম সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির বিষয়ে বেশ কয়েকবার সচেতন হয়েছেন। ফেসবুকে কারও কারও নামে খুলে দেওয়া ভুয়া অ্যাকাউন্ট ও পেজের কারণে ভক্তদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছিল। অপি নিজেই একাধিক বার তার ফেসবুক স্ট্যাটাসে এ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, “অন্যকে দিয়ে কেন আপনার মনের কথা বলাচ্ছেন, নিজের নাম দিয়ে লেখার সাহস দেখান।”
অপি আরও বলেন, “বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষ আমার নামে নানা অ্যাকাউন্ট বা পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। আপনারা যা লিখেন আমার হয়ে, আমি ওইভাবে কথা বলি না, লিখিও না। আমার লেখার সঙ্গে আমার কাছের মানুষ আর অনেক ভক্ত পরিচিত। তাদেরকে আপনারা ওইগুলো “আমার কথা” বলে বিশ্বাস করাতে পারবেন না।”
তার নামে যারা লিখেছেন তাদের উদ্দেশ্যে অপির বার্তা ছিল, “আপনার যদি লেখার এত আগ্রহ থাকে, তো নিজের নাম দিয়ে লেখার সাহস দেখান। অন্যের নাম ব্যবহার করে মিথ্যা ছড়ানো বন্ধ করুন।”
অপি তার ভক্তদের উদ্দেশে বলেন, “আপনারা এত কষ্ট করে আমার নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে অনুগ্রহপূর্বক নিজেদের বিরত রাখুন! সময় নষ্ট করছেন! তার চেয়ে চোখ বন্ধ করে গল্প শুনুন বা চোখ খুলে বই পড়ুন। প্রযুক্তির অনেক গুণ, ওটা ব্যবহার করি যথাযথভাবে।”
অপি বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন, তবে সাংস্কৃতিক অঙ্গনের খবর রাখেন। তিনি জানালেন, “সামাজিক যোগাযোগমাধ্যম আছে কিন্তু তাতে বিচরণ নেই বললেই চলে। এমনকি আমি পারতপক্ষে মোবাইল ফোনে কোনো কনটেন্ট দেখি না! আয়েশ করে টিভিতেই দেখি। আর হ্যাঁ, ট্রাফিক জ্যামে বসে শুনি ইউটিউব থেকে গল্প, চোখ বন্ধ করে! চোখের আরাম, মনেরও। তাই মনে হয় সময় অনেকটাই বেঁচে যায় আমার।”
তার জীবনযাপন সম্পর্কেও তিনি বললেন, “আমার জীবনযাপন নিয়ে আমার অনেক আরাম। আমার অনেক বন্ধু নেই, আমি অনেক হট্টগোল পছন্দ করি না। পরিবার, কাজ, বই পড়া, ছবি আঁকা, গাছের যত্ন-আমার সারা দিন কেটে যায়। বোন ভাই আত্মীয়স্বজনের বাইরে থাকার কারণে ফোন বিশেষ প্রয়োজনীয় জিনিস। গুরুত্বপূর্ণ কাজের জন্যও অনেক সময় ব্যবহার করতেই হয়। এর বাইরে আমার সঙ্গে ফোন থাকে খুবই কম। হয় ব্যাগেই পড়ে থাকে, নয়তো বাসায় ফোন রেখেই বাইরে বের হয়ে যাই। ফোনে তেমন ছবিও তোলা হয় না, সেলফির অভ্যাস নেই এবং আমার তাতেই শান্তি।”