cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলতে গিয়ে নানা ভোগান্তির সম্মুখীন হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গত পরশু ঢাকা থেকে কলকাতা হয়ে শিলং পৌঁছানোর পর থেকেই একের পর এক সমস্যা দেখা দেয়। প্রথমেই জানা যায় না তারা কোথায় অনুশীলন করবে, বা মাঠের অবস্থান কী। নিয়ম অনুসারে সাধারণত, অনুশীলনের জন্য আগেই মাঠ নির্ধারিত থাকে এবং দলের নিকট সেটি একদিন আগেই জানিয়ে দেয়া হয়। কিন্তু উল্টো দৃশ্য দেখা যায় বাংলাদেশের ফুটবল দলের ক্ষেত্রে। কোথায় হবে অনুশীলন সেটি তারা শুক্রবার দুপুর পর্যন্ত জানত না। আদৌ অনুশীলন হবে কি না, সেটা নিয়েও অনিশ্চয়তা দেখা দেয় একসময়। দলের ম্যানেজার আমের খান বলেন, ‘ বিকাল ৩টার সময় জানানো হয়েছে অনুশীলন হবে কোন মাঠে। একটা দেশের ফুটবল দল অনুশীলন করবে কোথায়, সেটি আগে থেকেই নির্ধারণ করা থাকে। সেভাবে মাঠে যাওয়া-আসা, ট্র্যাফিক জ্যাম, দুপুরের খাবার নির্ধারণ হয়ে থাকে। কিন্তু অনুশীলনের আগের রাতে সেটি জানতে পারেননি।”
প্রথম দিনের অনুশীলন শেষ হলেও দ্বিতীয় দিনের অনুশীলন কোথায় হবে, তা এখনও চূড়ান্ত করতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ২০২৭ সালে সৌদি আরবে এশিয়ান কাপ ফুটবল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, ভারত, সিংগাপুর ও হংকং খেলছে সি গ্রুপে। গ্রুপের প্রথম ম্যাচে আগামী ২৫ মার্চ শিলংয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
তবে শিলংয়ে এসে ভোগান্তি যেন পিছু ছাড়ছেনা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সেখানে পৌঁছানোর পর আরও একটি বড় সমস্যা দেখা দেয়। ঢাকা থেকে কলকাতা হয়ে শিলং পৌঁছানোর পর বাংলাদেশের ফুটবল দল দেখতে পায় ১৬ জনের লাগেজ আসেনি। লাগেজ পাওয়া নিয়ে তাদের ভোগান্তির যেন শেষ ছিল না, এবং মধ্যরাতে তারা অবশেষে সেই লাগেজ পায়। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছানোর পর দেখা যায়, দলের জন্য নির্ধারিত হোটেলে পর্যাপ্ত রুম বরাদ্দ করা হয়নি। এতে ফুটবল দল পুনরায় বিব্রতকর পরিস্থিতির শিকার হয়। একপর্যায়ে খেলোয়াড়রা বিরক্ত হয়ে লবিতে বসে থাকতে বাধ্য হন। তবে পরবর্তীতে হোটেল আবাসন সমস্যার সমাধান করা হয়।
এমন পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান জানান, বাফুফে থেকে হোটেল বুকিং নিয়ে যে পরিকল্পনা ছিল, তা বাস্তবায়িত হয়নি। তিনি আরও বলেন, ”তারা নাকি জানতেন না আজকে আমাদের অনুশীলন হবে কি না। ভারত মনে করছে আমাদের দ্বিতীয় দিনটা বিশ্রাম হিসেবে ধরে নিয়েছে। আমরা অনুশীলন করব। আর ওনারা বিশ্রাম মনে করবে। কেন সেটা আমরা জানি না।”
ভারত বিমাতাসুলভ আচরণ করছে কিনা এমন প্রশ্নের জবাবে আমের খান বলেন, “এটা ভারতের হোম ম্যাচ। হোম অ্যান্ড অ্যাওয়ের অ্যাডভান্টেজ যদি এভাবে নিতে চায়, নিক, আমাদের ওখানেও কিন্তু হোম ম্যাচ আছে (১৮ নভেম্বর ২০২৫)। আমরাও যদি অ্যাডভান্টেজ নিতে চাই করতে হবে। যা-ই হোক, এগুলো কোনো কথা না”
এশিয়ান কাপের বাছাই ম্যাচে এমন অব্যবস্থাপনার কারণে আমের খান তার হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ফুটবল দল শিলংয়ে যাওয়ার আগে একটা আগাম ফুটবল দল শিলং গিয়ে হোটেল, অনুশীলন মাঠ, ট্রান্সপোর্ট ব্যবস্থা দেখে আসা উচিত ছিল। অন্যান্য দল যেটা করে থাকে।’