সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

”আছিয়ার উপর নিষ্ঠুরতার দৃষ্টান্তমূলক বিচার দ্রুত দেখতে চায় দেশবাসী”

কোমলমতি মা আছিয়া করুন মৃত্যুর নিষ্ঠুরতার বিচার দ্রুত নিষ্পন্ন করার দাবিতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শনিবার বেলা ২টায় বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান সভায় প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, কোমলমতি মা আছিয়ার নিষ্ঠুরতা করুণ মৃত্যুর ঘটনায় গোটা দেশবাসী ভারাক্রান্ত, স্তম্ভিত ও মর্মাহত। দুর্নীতিবাজদের অন্যতম পার্টনার হচ্ছে ধর্ষণ ও যৌন নিপীড়নকারীরা। দুনিয়া কাপানো ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের পর অদ্যবধি পর্যন্ত দুর্নীতিবাজ ও উগ্রবাদ গোষ্ঠী সন্ত্রাস এবং নৈরাজ্যের লীলাখেলায় মগ্ন হয়েছে। এই অন্তবর্তীকালীন সরকার প্রথম থেকেই এই দুর্বৃত্তদের বিষয়ে নিরবতার কারণেই যৌন ও ধর্ষণকারীসহ বিভিন্ন অপরাধী মাথা চাড়া দিয়ে উঠেছে। মা আছিয়ার ঘটনা বড়ই হৃদয়বিদারক। এই ঘটনার প্রতিবাদ দরকার, কিন্তু প্রতিবাদের নামে কোন ধরনের বিশৃঙ্খলা দেশবাসী বরদাশত করবে না।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী বলেন, এই ঘৃণ্য ঘটনার ৯০ দিন নয়, সরকার চাইলে দ্রুত সময়ের মধ্যে এটা নিষ্পত্তি করতে পারে এটা কোন ব্যাপারই নয়। আছিয়ার পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য রাষ্ট্রকে ৫ কোটি টাকা দেওয়ার জোর দাবি জানান।

সভায় গত ১১ মার্চ রাজধানীতে অনুষ্ঠিতব্য ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাটিপেঠা ও আন্দোলনকারীদের উপর মিথ্যা মামলার ঘটনার তীব্র নিন্দা করে বলেন, দ্রুত এই মামলা প্রত্যাহার করতে হবে।
সভায় সুনামগঞ্জের জলমহালে ‘পলো বাওয়া’ উৎসবের নামে যেটা ঘটেছে সেটা হাওরবাসীদের দীর্ঘ দিনের অব্যবস্থাপনা পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ উল্লেখ করে সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ সহ সকল জলমহালের ইজারা দেওয়ার ক্ষেত্রে নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং প্রভাবশালী কিংবা রাজনৈতিক লোকদের কাছে ইজারা দেওয়ার নীতি রোধ করতে হবে। মোট কথা প্রকৃত কৃষক-জেলের সমিতিদেরকেই হাওর, বিল, জলমহাল ইজারা দিতে হবে।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, আব্দুল মোতাওয়াল্লী ফলিক, সমাজসেবী ওসমান আলী, সংগঠনের কেন্দ্রীয় সদস্য ব্যবসায়ী নেতা মো. লায়েক মিয়া, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সদস্য, যুব সংগঠক রুহেল বখত প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: