cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জের বানিয়াচংয়ে মাত্র ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। এ খবর শুনে মারা গেছেন শিশুটির অসুস্থ বাবা। শিশুটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (৯ মার্চ) বিকেলে দক্ষিণ যাত্রাপাশা এলাকায় নিজের বাড়ির সামনে খেলছিল শিশুটি। এ সময় দুই কিশোর ১০ টাকার লোভ দেখিয়ে তাকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন চালায়। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। শিশুর নানি বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, রবিবার বিকেল ৩টার দিকে ওই দুই কিশোর শিশুটিকে ১০ টাকার নোট ধরিয়ে দিয়ে পাশের ঝোপে নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে ওই দুই কিশোর পালিয়ে যায়।
পুলিশ দুই অভিযুক্ত কিশোরকে আটক করে গাজীপুরের টঙ্গী শিশু সংশোধনাগারে পাঠিয়েছে। শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়, যেখানে এখনো সে চিকিৎসাধীন।
এ ঘটনার খবর শুনে শিশুটির বাবা, যিনি আগে থেকেই অসুস্থ ছিলেন, প্রচণ্ড মানসিক ধাক্কা সামলাতে না পেরে সোমবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে মৃত্যুবরণ করেন।
শিশুর মামা জানান, শিশুর বাবা একজন কৃষক ছিলেন। তার বয়স ৪৫ বছর। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের কারণে তার মৃত্যু হয়েছে।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাশ কুমার সিংহ বলেন, ‘গ্রেপ্তার দুই কিশোর পুলিশের জিজ্ঞাসাবাদে মেয়েটিকে ধর্ষণের কথা শিকার করেছে।
তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। শিশুর বাবার মৃত্যুর বিষয়টি স্থানীয়ভাবে শুনতে পেয়েছি।’