cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ২৫২ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটা হয়েছিল দারুণ। এরপরই শুরু ছন্দপতন। বারুন চক্রবর্তী ও কুলদিপ যাদব মিলে নাড়িয়ে দেন নিউজিল্যান্ডের টপ অর্ডার। টপ অর্ডারদের হারানোর পর মন্থর হয়ে যায় রানের গতিও। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কিছুটা লড়াই করেন ডেরিল মিচেল ও মিচেল ব্রেসওয়েল। তবে তাদের লড়াইয়ে বড় পুঁজি পায়নি নিউজিল্যান্ড। মন্থর ব্যাটিংয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ২৫২ রানের লক্ষ্য দিতে পেরেছে মিচেল স্যান্টনারের দল।
রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে স্কোরবোর্ডে সাত উইকেটে ২৫১ রান তুলেছে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ডেরিল মিচেল। ১০১ বলে তার ইনিংসটিতে ছিল তিনটি বাউন্ডারি।
শিরোপা মঞ্চে টস জিতে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ঠিকঠাকই করেছিল কিউইরা। প্রথম জুটিতে নির্বিঘ্নে দলীয় ফিফটি ছাড়িয়ে যান দুই ওপেনার উইল ইয়াং ও রাচিন রবিন্দ্র।
এরপরই বিপদ নামে নিউজিল্যান্ড শিবিরে। ইনিংসের অষ্টম ওভারে উইলকে এলবির ফাঁদে ফেলে ওপেনিং জুটি ভাঙেন বারুন চক্রবর্তী। উইলের বিদায়ে ভাঙে ৫৭ রানের জুটি। ইয়াং ২৩ বলে দুই চারে করেন ১৫ রান।
উইলের পর ফিরে যান রবিন্দ্রও। কুলদিপ যাদবের দুর্দান্ত গুগলিতে পরাস্থ হয়ে বিদায় নেন রবিন্দ্র। সরাসরি বোল্ড হওয়া রবিন্দ্র বুঝতেই পারেননি। কুলদিপের গুগলি তার ব্যাটের ফাঁক দিয়ে বল আঘাত হানে স্টাম্পে। ১ ছক্কা ও ৪ চারে ২৯ বলে ৩৭ রানে ফিরলেন রবীন্দ্র।
ওয়ানডাউনে নেমে টিকতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটিং বিভাগের ভরসার নাম কেইন উইলিয়ামসন। ১৩তম ওভারের তৃতীয় বলে কুলদীপের শিকার হয়ে তিনিও বিদায় নেন। ১৪ বলে ১১ রানে ফিরলেন নিউজিল্যান্ডের সাবেক এ অধিনায়ক।
দলীয় ৭৫ রানে তিন উইকেট হারানোর পর বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। সেই বিপদ কাটাতে লড়াইয়ের আভাস দেন ডেরিল মিচেল ও টম ল্যাথাম। ৩৩ রানে এই জুটি ভেঙে নিউজিল্যান্ডের সেই আশা ভেস্তে দেন রবিন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডের এলবির ফাঁদে পড়ে ১৪ রানে বিদায় নেন ল্যাথাম।
ল্যাথামের বিদায়ের পর গ্লেন ফিলিপসের সঙ্গে জুটি বাধেন ডেরিল মিচেল। ৫৭ রানে এই জুটি ভাঙেন বারুন। বোল্ড হওয়ার আগে ৫২ বলে ৩৪ রান করে ফিরে যান গ্লেন ফিলিপস। একের পর এক উইকেট হারানোর ভীড়ে বেশিদূর যেতে পারেনি নিউজিল্যান্ড। মিচেলের ব্যাট ও শেষে দিকে মিচেলে ব্রেসওয়েলের ব্যাটে চড়ে কোনো মতে ভারতকে ২৫২ রানের লক্ষ্য দিতে পেরেছে নিউজিল্যান্ড। শেষ দিকে নিউজিল্যান্ডকে লড়াইয়ের স্কোর এনে দিতে ৪০ বলে ৫৩ রানের চমৎকার ইনিংস খেলেন ব্রেসওয়েল। অধিনায়ক মিচেল স্যান্টনার ৯ বলে করেন ৭ রান।
ভারতের হয়ে বল হাতে ৪৫ রান দিয়ে দুই উইকেট নেন বারুন চক্রবর্তী। ৪০ রানের বিনিময়ে কুলদীপ যাদবের শিকারও দুটি। একটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ৫০ ওভারে ২৫১/৭ (ইয়ং ১৫, রাচিন ৩৭, উইলিয়ামসন ১১, মিচেল ৬৩, লাথাম ১৪, ফিলিপস ৩৪, ব্রেসওয়েল ৫৩*, স্যান্টনার ৮, স্মিথ ০*; শামি ৯-০-৭৪-১, পান্ডিয়া ৩-০-৩০-০, বরুণ ১০-০-৪৫-২, কুলদীপ ১০-০-৪০-২, অক্ষর ৮-০-২৯-০, জাদেজা ১০-০-৩০-১)