সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

আনুষ্ঠানিকতার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও পরিত্যক্ত

ডেইলি সিলেট ডেস্ক ::

পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-পাকিস্তানের আনুষ্ঠানিকতার ম্যাচ। আগের দুটি ম্যাচে জয়হীন পাকিস্তান-বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল, শেষ ম্যাচটি ছিল তাই নিয়ম রক্ষার।

বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন একই রকম হতাশার। দুই হারে আসর থেকে বিদায়ের পর শেষ ম্যাচ থেকে এক পয়েন্ট করে পেল তারা। এরপরও পয়েন্ট টেবিলে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। রান রেটে এগিয়ে থাকায় ‘এ’ গ্রুপের তিন নম্বর দল হিসেবে আসর শেষ করলো বাংলাদেশ।

ইসলামাবাদে তুমুল বৃষ্টির পর শঙ্কা জাগে কাল রাতেই। সকালসহ দিনভর ছিল বৃষ্টির পূর্বাভাস। শেষ পর্যন্ত তেমনই হলো, বৃষ্টির দাপটে পরিত্যক্ত হলো বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচ। টানা দুই হারে আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যায় দল দুটি। জয় দিয়ে আসর শেষ করার লক্ষ্য তাদের, কিন্তু পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জয় হলো বৃষ্টির।

বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটার দিকে ম্যাচ পরিত্যক্তর ঘোষণা দেন আম্পায়াররা। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বেলা ৩টায়, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে টসও অনুষ্ঠিত হয়নি। দেড় ঘণ্টা অপেক্ষার পর পরিস্থিতির উন্নতি না দেখে নিয়ম রক্ষার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বৃস্পতিবার সকালে কিছুক্ষণের জন্য বৃষ্টি থামে, কিন্তু তখনও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ম্যাচের সময় এগিয়ে আসার সাথে সাথে আবহাওয়ার অবস্থা আরও খারাপ হয়। কাল রাত থেকেই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের উইকেট কভার দিয়ে ঢাকা ছিল, ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগে একবারের জন্যও সরানো হয়নি কভার। কিছুক্ষণের বিরতির পর আড়াইটার দিকে আবার বৃষ্টি শুরু, এরপর বাড়ে তীব্রতা।

বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন একই রকম হতাশার। দুই দলই হার মানে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। দুই হারে আসর থেকে বিদায়ের পর শেষ ম্যাচ থেকে এক পয়েন্ট করে পেল তারা। এরপরও পয়েন্ট টেবিলে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। রান রেটে এগিয়ে থাকায় ‘এ’ গ্রুপের তিন নম্বর দল হিসেবে আসর শেষ করলো বাংলাদেশ।

প্রায় খালি হাতে দেশে ফিরতে হবে বাংলাদেশকে, যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে শিরোপা জেতার কথা বলেছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক জানান, এই আসর জেতার সামর্থ্য বাংলাদেশের আছে। কিন্তু মাঠের লড়াইয়ে সেটার প্রতিফলন দেখা যায়নি। দেখা গেছে কেবলই ব্যাটিং ব্যর্থতা। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ২২৮ রান তুলে বাংলাদেশ ম্যাচ হারে ৬ উইকেটে। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩৬ রান তোলা দলটি হার মানে ৫ উইকেটে।

গ্রুপে তৃতীয় হওয়া বাংলাদেশ সব মিলিয়ে টুর্নামেন্টে এখন আছে সপ্তম স্থানে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হেরে যায়, তখন ষষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: