cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুমিতভাবেই এই দলে জায়গা পাননি সাবিনা খাতুনসহ বিদ্রোহী ১৮ ফুটবলার। কোচের বিরুদ্ধে বিদ্রোহের অবসান ঘটিয়ে বিশ্রাম চেয়েছেন তাঁরা।
চলতি মাসের শেষে ও মার্চের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এই দুই ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অধিনায়কের নাম এখনও জানানো হয়নি।
গত বছরের অক্টোবরে সাফ জয়ের পর এবারই প্রথম মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ হবে ম্যাচ দুটো। বাংলাদেশ দল আমিরাতে পা রাখবে ২৪ ফেব্রুয়ারি।
২৩ জনের দলে সবশেষ সাফজয়ী দলের ৭ ফুটবলার সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন— ইয়ারজান বেগম, মিলি আক্তার, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, স্বপ্না রানী, আইরিন খাতুন ও শাহেদা আক্তার রিপা। প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন ১০ ফুটবলার।
অধিনায়কের নাম না ঘোষণার পেছনে কোচ বা বাফুফের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। গুঞ্জন আছে, আফঈদাকে নেতৃত্ব দেওয়া হতে পারে। দলে আছেন ১৭ বছর বয়সী গোলকিপার ইয়ারজান, যিনি ২০২৪ সালে নেপালে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের ফাইনালে ভারতের তিনটি পেনাল্টি ঠেকিয়ে দেশের ফুটবলে হইচই ফেলে দিয়েছিলেন।
দল নিয়ে কোচ পিটার বাটলার বলেন, ‘দলটা তরুণ ও অনভিজ্ঞ। তাদের গেম টাইম প্রয়োজন। তারা ভুল করবে। সবারই ভুল হয়। সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করবে তারা।’
বাংলাদেশ দল:
গোলকিপার: ইয়ারজান বেগম, মিলি আক্তার, মেঘলা রানী রায়।
ডিফেন্ডার: কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, সুলতানা, কানোম আক্তার, অপির্তা বিশ্বাস অর্পিতা, মরিয়ম বিনতে হান্না।
মিডফিল্ডার: হালিমা আক্তার, স্বপ্না রানী, মুনকি আক্তার, বন্যা খাতুন।
ফরোয়ার্ড: আইরিন খাতুন, আকলিমা খাতুন, শাহেদা আক্তার রিপা, অয়ন্ত বেলা মেহাতো, ঐশি খাতুন, তনিমা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি ও নবিরন খাতুন।