cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডবলি থিয়েটারে রোববার অনুষ্ঠিত হয়ে গেলো শোবিজ অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারের জমকালো ৯৭তম আসর।
এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে শন বেকারের ‘আনোরা’। এক কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলের সাথে এক যৌনকর্মীর প্রেমে পড়ার গল্প ঘিরে এগিয়ে যায় আনোরার গল্প।
এই চলচ্চিত্রে প্রেম, নারীর সামাজিক অবস্থান, নিম্নবিত্ত মানুষের জীবন বাস্তবতা এবং সাংস্কৃতিক সংঘাতের নানা প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য এবং সেরা সম্পাদনাসহ মোট পাঁচটি ক্যাটাগরিতে অস্কার জিতে নিয়েছে ‘আনোরা’।
গত বছর কান উৎসবে স্বর্ণপাম জিতেছিলো এই চলচ্চিত্রটি।
এদিকে, সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রোডি। দ্য ব্রুটালিস্ট চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অনবদ্য অভিনয় তাকে এই পুরস্কার এনে দেয়।
চলতি বছর একই সিনেমার জন্য গোল্ডেন গ্লোবেও সেরা অভিনেতা হয়েছেন তিনি।
এর আগে তিনি পিয়ানিস্ট চলচ্চিত্রে মূখ্য ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। তাও সেটা ২২ বছর আগের কথা।
সেরা অভিনেত্রী হয়েছেন ‘আনোরা’ সিনেমায় অভিনয় করা ২৫ বছর বয়সী মাইকি ম্যাডিসন।
‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয় করে অস্কার ছিনিয়ে নিলেন জোয়ি সালদানা। ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন কিয়েরান কালকিন।
ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ সেরা তথ্যচিত্রের জন্য পুরস্কার জিতেছে।
এবার সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে অস্কার পেল ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’, আর ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ‘ফ্লো’।
সেরা প্রযোজক হিসেবে অস্কার পেয়েছেন নাথান ক্রাউলি এবং লি স্যান্ডেলস উইকড। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ।
কনক্লেভ চলচ্চিত্র সেরা রূপান্তরিত চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে পিটার স্ট্রগান।
‘এমিলিয়া পেরেজ’ ছবিটির’ এল মাল’ গানের তিন সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল এবং জ্যাক অডিয়ার্ড সেরা মৌলিক গান ক্যাটাগরির অস্কারে ভূষিত হন।
বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নিলেন উইকড’ ছবির ডিজাইনার পল টাজেওয়েল। সেরা মেকাপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গত বছরের অন্যতম আলোচিত ছবি ‘দ্য সাবস্ট্যান্স’।