cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান, তার স্ত্রী বেটসি আরাকাওয়া এবং তাদের কুকুরকে নিউ মেক্সিকোর সান্তা ফেতে তাদের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।
ছয় দশকেরও অধিক সময়ের অভিনয় জীবনে হ্যাকম্যান দুটি একাডেমি পুরস্কার, দুটি বাফটা, চারটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন।
নিউ মেক্সিকোর সান্তা ফে কাউন্টি শেরিফ এক বিবৃতিতে বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে জিন হ্যাকম্যান ও তার স্ত্রীকে বুধবার বিকেলে সানসেট ট্রেইলে তাদের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে।’ তিনি বলেন, ‘এই বিষয়ে তদন্ত চলছে।’
হ্যাকম্যানের বয়স ছিল ৯৫ বছর এবং তার স্ত্রীর বয়স ছিল ৬৩ বছর।
উইলিয়াম ফ্রিডকিন পরিচালিত ১৯৭১ সালের থ্রিলার দ্য ফ্রেঞ্চ কানেকশন-এ জিমি ‘পপাই’ ডয়েল চরিত্রে অভিনয় করে এবং ১৯৯২ সালে ক্লিন্ট ইস্টউডের পশ্চিমা চলচ্চিত্র আনফরগিভেনে লিটল বিল ড্যাগেট চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার অস্কার জেতেন হ্যাকম্যান।
তার অন্যান্য অস্কার-মনোনীত চরিত্রগুলো হলো- ১৯৬৭ সালের চলচ্চিত্রে বনি অ্যান্ড ক্লাইড – এ বাক ব্যারো চরিত্র, ১৯৭০ সালের আই নেভার স্যাং ফর মাই ফাদার ছবিতে তার চরিত্র এবং ১৯৮৮ সালের মিসিসিপি বার্নিং-এ এজেন্ট চরিত্র।
সান্তা ফে কাউন্টির শেরিফ আদান মেন্ডোজা বুধবার মধ্যরাতের পর স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘ওই দম্পতি ও তাদের কুকুর মারা গেছেন।’
বিখ্যাত অভিনেতা হ্যাকম্যান ১৯৭০ ও ১৯৮০-এর দশকে সুপারম্যান চলচ্চিত্রে লেক্স লুথারসহ শতাধিক চরিত্রে অভিনয় করেছেন।
তিনি হিট চলচ্চিত্র ‘রানওয়ে জুরি’ এবং ফ্রান্সিস ফোর্ড কোপালার ‘দ্য কনভারসেশন’-এর পাশাপাশি ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য রয়্যাল টেনেনবামস’-এও অভিনয় করেছিলেন।
২০০৪ সালে ‘ওয়েলকাম টু মুজপোর্ট’ চলচ্চিত্রে মনরো কোল চরিত্রে তাকে সর্বশেষ বড় পর্দায় দেখা যায়।
১৯৩০ সালে ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করা হ্যাকম্যান ১৬ বছর বয়সে তার বয়স লুকিয়ে সেনাবাহিনীতে যোগ দেন এবং সাড়ে চার বছর চাকরি করেন।
সেনাবাহিনীর চাকরি শেষে কিছুদিন নিউ ইয়র্কে বসবাস করেন তিনি। এরপরই তিনি অভিনয় করার সিদ্ধান্ত নেন।