সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

গফরগাঁওয়ে ভারতীয় পরিচয়পত্র ও অস্ত্রসহ নারী গ্রেপ্তার

ডেইলি সিলেট ডেস্ক ::

ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ এক নারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার নাম নাদিরা আক্তার হ্যাপি (৫০)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গফরগাঁও পৌর শহরের শিলাসী এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিব্বিরুল ইসলাম।

এ সময় তার থেকে ভারতীয় পরিচয়পত্র, বিদেশি পিস্তল, খেলনা পিস্তল, রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, চায়না চাপাতি, চাকু, হ্যামার, শিশা টানার পাইপ, ত্রিশূল, হুক্কা, কল্কি, পাঁচ সৌদি রিয়াল ও দুই হাজার ৮০০ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ওসি মো. শিব্বিরুল ইসলাম বলেন, নাদিরা আক্তার হ্যাপি ওই এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসার ভাড়াটিয়া। হ্যাপি তার স্বামী আবু হোসেনের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই বাসায় অস্ত্রসহ এক নারী বসবাস করছেন। এরপর অভিযান চালিয়ে হ্যাপিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র, বিদেশি পিস্তলসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। হ্যাপি অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ইয়াবা সেবনকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে বিকেলে আদালতে পাঠানো হয়।

ময়মনসিংহের আদালত পরিদর্শক মো. মোস্তাছিনুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে নাদিরা আক্তার হ্যাপিকে গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: